• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বাকিদের মতো নয় চেলসি, খেলোয়াড়-কোচরা পাবেন শতভাগ বেতনই

    বাকিদের মতো নয় চেলসি, খেলোয়াড়-কোচরা পাবেন শতভাগ বেতনই    

    করোনাভাইরাসের কারণে কয়েকদিন আগে প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে খেলোয়াড়দের বেতন কর্তনের ঘোষণা দিয়েছিল আর্সেনাল। তবে গানারদের পথে হাঁটেনি লন্ডনের আরেক ক্লাব চেলসি। করোনাভাইরাসের ফলে ক্ষতির মুখে পড়লেও খেলোয়াড়দের বেতন কমিয়ে দেওয়ার কোনও ভাবনা নেই তাদের, একইসাথে নন-প্লেয়িং স্টাফদেরও স্বাভাবিকভাবেই বেতন প্রদান করবে ক্লাবটি। ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, “করোনাভাইরাস সংকটের সময় ফার্স্ট টিমের খেলোয়াড়রা কীভাবে ক্লাবের সাহায্য করতে পারে তা নিয়ে ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে তাদের বিশদ আলোচনা হয়েছে। বর্তমানে ক্লাবের অর্থনৈতিক সংকট পোষাতে খেলোয়াড়রা কিছু করবেন না, তবে ক্লাব খেলোয়াড়দের দাতব্য কাজে অর্থ ব্যয় করতে উৎসাহিত করেছে। পরবর্তীতে অবস্থার উন্নতি বা অবনতির প্রেক্ষিতে খেলোয়াড়দের সঙ্গে অর্থনৈতিক বিষয় নিয়ে আবারও আলোচনা করবে ক্লাব কর্তৃপক্ষ।”

    করোনাভাইরাসের সময় নিজেদের কোষাগারের ওপর চাপ কমাতে লিভারপুল, টটেনহামসহ বেশ কয়েকটি ক্লাব নন-প্লেয়িং স্টাফদের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল। আর তাদের বেতনের ব্যবস্থা করা হয়েছিল করোনার ফলে প্রদত্ত সরকারী প্রণোদনা প্যাকেজ থেকে। তবে প্রিমিয়ার লিগের ধনী ক্লাবগুলোর এমন সিদ্ধান্তের বিরুদ্ধে সাবেক খেলোয়াড় এবং সমর্থকরা প্রবল আপত্তি জানানোয় সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসে লিভারপুল এবং টটেনহাম। তবে চেলসি বিবৃতিতে নিশ্চিত করেছে যে, নন-প্লেয়িং স্টাফদের বেতনের ভার সরকারের ওপর চাপাচ্ছে না তারা, “সরকারের প্রণোদনা প্যাকেজের সুবিধা নেবে না চেলসি। পূর্ণকালীন নন-প্লেয়িং স্টাফদের বেতন-ভাতার শতভাগ ক্লাব প্রদান করবে।”