দলগুলোর সুবিধার জন্য ৫ বদলির নিয়ম প্রস্তাব করেছে ফিফা
ফুটবল ফিরলে দলগুলোর সুবিধার্থে প্রতি ম্যাচে ৫ বদলি রাখার একটি অস্থায়ী নিয়ম প্রস্তাব করেছে ফিফা। এই নিয়ম অনুযায়ী ২০২১ সালের আগ পর্যন্ত দলগুলো প্রতি ম্যাচে সর্বোচ্চ ৫টি বদলি করাতে পারবে।
ফিফার এই প্রস্তাব এখন যাচাই-বাছাই করে দেখবে ফুটবলের আইন প্রণেতা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। তাদের অনুমতি মিললেই এরপর সংশ্লিষ্ট লিগগুলো সে নিয়ম তাদের নিজেদের চালু করতে পারবে।
ফিফার মুখপাত্র জানিয়েছেন, এই মুহুর্তে খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা সবার আগে ভাবছেন তারা। ফুটবল আবারও ফিরলে অল্প সময়ে অনেকগুলো ম্যাচ খেলানোর কথা শোনা যাচ্ছে। সে কারণেই খেলায়াড়দের সুরক্ষার কথা মাথায় রেখে ৩ জনের বদলে ৫ জন বদলি রাখার নিয়ম চালু করার কথা ভাবছে ফিফা। আর সেই নিয়ম চালু হলে তার মেয়াদ থাকবে ২০২১ সালের আগ পর্যন্ত।
যেভাবে প্রয়োগ হবে ৫ বদলির নিয়ম
- অযথা সময় নষ্ট এড়াতে দলগুলো ৫টি বদলি করাতে পারবে ৩টি আলাদা ইন্টারভালে। এর সঙ্গে থাকবে হাফটাইম সাবটাইম সাবস্টিটিউশনের নিয়মও।
- অতিরিক্ত সময়ে খেলা গড়ালে সেক্ষেত্রে বদলি সংখ্যা বাড়বে আরও একটি।
- সকল আন্তজার্তিক ম্যাচের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই নিয়ম।