করোনা মহামারী শেষ হওয়ার আগে খেলতে চান না প্রিমিয়ার লিগ খেলোয়াড়রা
ইউরোপের শীর্ষ লিগগুলোর মাঝে করোনাভাইরাসের কারণে ফ্রান্স এবং নেদারল্যান্ডস নিজেদের লিগ বাতিল করেছে। স্পেন, ইতালি এবং জার্মানি আবারও লিগ শুরু করার উদ্যোগ শুরু করেছে। তবে প্রিমিয়ার লিগ ঠিক কবে নাগাদ শুরু হবে তা নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্তের খবর জানা জায়নি। তবে এরই মধ্যে প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাবের সূত্র ধরে ইএসপিএন জানাচ্ছে, প্রিমিয়ার লিগের অনেক খেলোয়াড়ই করোনাভাইরাসের মাঝে খেলতে রাজি নন।
২৫ মে-র মাঝে ইউরোপের প্রতিটি দেশকে তাদের লিগ নিয়ে পরবর্তী পরিকল্পনা ইউয়েফাকে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। আর তাই আগামী শুক্রবার প্রিমিয়ার লিগের সব ক্লাব মিলে খেলা আবারও শুরু করার বিষয়ে আলোচনা করবে। যুক্তরাজ্যের সংস্কৃতি মন্ত্রী অলিভার ডাউডেন প্রিমিয়ার লিগ ‘দ্রুত শুরু করা’র জন্য প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন।
প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব এরই মধ্যে সামাজিক দূরত্বের বিধান মেনে ছোট পরিসরে অনুশীলন শুরু করেছে। তবে অনেক ফুটবলারই সেই অনুশীলন সেশনগুলোতে অংশ নিচ্ছেন না। একটি প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র ইএসপিএনকে বলেছে, “হয়ত কোনও একটি ক্লাবে কেউ মারা গেলে তবেই প্রিমিয়ার লিগের বোধোদয় হবে। এই ধরনের যেকোনো সিদ্ধান্ত (খেলা শুরুর সিদ্ধান্ত) নেওয়া হলে পরবর্তীতে আমাদের সেটি নিয়ে আফসোস করতে হতে পারে।”
এদিকে খেলোয়াড়দের সম্মতি না নিয়েই লিগ শুরুর সিদ্ধান্ত নিলে খেলোয়াড়রা ধর্মঘটে যাবেন কিনা এই বিষয়ে ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ) এখনও কিছু জানায়নি।