• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মুখোমুখি চেলসি-ইউনাইটেড : লড়াইয়ের মধ্যেও আরও লড়াই

    মুখোমুখি চেলসি-ইউনাইটেড : লড়াইয়ের মধ্যেও আরও লড়াই    

    আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবল খেলার স্বপ্ন বাস্তবিক অর্থে শেষ না হলেও, তা যে প্রায় অসম্ভব সে কথা জানেন চেলসি’র খেলোয়াড়েরাও। মৌসুম শুরুর ধাক্কাটা এখনো সামলে উঠতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এরই মধ্যে চাকরী গেছে মরিনহোর, তাঁর স্থলাভিষিক্ত হয়ে হিডিংক দায়িত্ব নিয়ে দলে আমূল পরিবর্তন এনেছেন তেমনটিও বলা যাচ্ছে না। বর্তমান চ্যাম্পিয়নরা আছে লিগ টেবিলের ১৩ নম্বরে। ইউরোপিয়ান ফুটবল না হোক, অন্তত পয়েন্ট টেবিলের মাঝামাঝিতে থেকে মৌসুম শেষ করতে পারাটাই এখন চেলসির লক্ষ্য।  

    অন্যদিকে মৌসুমের শুরুতে প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের আশায় শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড হোঁচট খেয়েছে প্রায়ই। ওল্ড ট্রাফোর্ডে দুয়ো শুনেছেন ফন গাল। এরই মধ্যে বেশ ক’বার নাকি পদত্যাগপত্রও জমা দিয়েছিলেন। গত সপ্তাহে ম্যান সিটির নতুন ম্যানেজার হিসেবে পেপ গার্দিওলার নাম ঘোষণার পর থেকে মরিনহোর ওল্ড ট্রাফোর্ডে আসা নিয়ে গুঞ্জন ক্রমেই শক্তিশালী হচ্ছে। এই ম্যাচে তাই না থেকেও থাকছেন মরিনহো।

    থিয়েটার অফ ড্রিমসে ফন গালের নড়বড়ে এই অবস্থাটা যেন ম্যানচেস্টার ইউনাইটেডের পুরো মৌসুমের প্রতিচ্ছবি। শিরোপার জন্য লড়াই নয়, বরং পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করাটাই ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে।

    এই দুই দলের বর্তমান অবস্থা যেমনই হোক না কেন, চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ উত্তাপ ছড়াবে না তা তো আর হয় না! ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাত ১০ টায় স্টামফোর্ড ব্রীজে মুখোমুখি হচ্ছে এই দুই দল। এই ম্যাচের হার ম্যানচেস্টার ইউনাইটেডকে শীর্ষ চারের লড়াই থেকে এক প্রকার ছিটকে দেবে, আর চেলসি হেরে গেলে দুঃসময়টা আরো প্রকট হবে স্টামফোর্ড ব্রীজে।

     


    স্টামফোর্ড ব্রীজে অপ্রতিরোধ্য চেলসিঃ
     

    মরিনহোর আমলে স্টামফোর্ড ব্রীজকে এক প্রকার রক্ষণ দূর্গই বানিয়ে রেখেছিল চেলসি। অবশ্য এই মৌসুমের কথা আলাদা। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে বরাবর নিজেদের মাঠে আধিপত্য দেখিয়েছে চেলসি। স্টামফোর্ড ব্রীজে শেষ ১৩ দেখায় ম্যান ইউনাইটেড জিতেছে মাত্র একবারই। এই রেকর্ডটা অবশ্য আরো একটি কথা মনে করিয়ে দেয়। রেকর্ড প্রিমিয়ার লিগ জয়ী ম্যানচেস্টার ইউনাইটেডকে সবচেয়ে বেশীবার হারিয়েছে চেলসিই।  


    রুনিতেই ভরসাঃ

     

    মৌসুমের অর্ধেক পার হবার পর হলেও স্বরূপে দেখা দিলেন রুনি। এফএ কাপে ডার্বির বিপক্ষে ৫-১ এর জয়, আর মঙ্গলবার রাতে প্রিমিয়ার লীগে স্টোক সিটির বিপক্ষে ৩-০ গোলের জয় যদি পুরোনো ম্যানচেস্টার ইউনাইটেডকে মনে করিয়ে দিয়ে থাকে, তবে তার কারণও রুনির ফিরে আসা। গত ম্যাচে ৫ ম্যাচে ৫ গোল করেছেন, আরো ৩টি গোল করতে সাহায্য করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ ১০ গোলের ৮ টিতেই প্রতক্ষ্য ও পরোক্ষ অবদান ইউনাইটেড ক্যাপ্টেনের। মাত্র ক’দিন আগেই অ্যানফিল্ডে ১১ বছরের গোল খরা কাটিয়েছেন। স্টামফোর্ড ব্রীজে ইউনাইটেডের বাজে রেকর্ডটা বদলে দিতেও রুনিকেই নেতৃত্ব দিতে হবে সামনে থেকে।



    মাঝমাঠের ক্যারিক আর রক্ষণের টেরিঃ

    স্টোক সিটির বিপক্ষে ৩-০ গোলের জয়ের আরেক ‘রহস্য’টা ক্যারিকের দলে ফেরাও। বছরের পর বছর রেড ডেভিলদের মাঝমাঠের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন এই ইংলিশ। চেলসির বিপক্ষেও ফিরছেন না শোয়াইন্সটাইগার। ইউনাইটেডের মাঝমাঠের দায়িত্বটা তাই ক্যারিকের উপরেই বর্তাবে পুরোটা।

    জন টেরির সাথে নতুন করে চুক্তিটা হচ্ছে না চেলসির। সেক্ষেত্রে এই খেলাটাই টেরির শেষবারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবার ম্যাচ হয়ে যেতে পারে।  মস্কোর সেই তিক্ত রাতটা সহজে ভুলবার নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামার আগে সে স্মৃতি ভোলেন কী করে? টেরিকে মার-মার, কাট-কাট ডিফেন্ডারদের শেষ জমানার প্রতিনিধি বলাই চলে। সামনের দিনগুলোয় ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি ম্যাচ আসলে মিস করবে টেরিকেও।  



    বল পজেশন মানেই ৩ পয়েন্টের নিশ্চয়তা নয়ঃ
     

    " এই মৌসুমে মাঝ মাঠে বল দখলের লড়াইয়ে বেশ এগিয়েই আছে ফল গালের ম্যান ইউনাইটেড। মাঝ মাঠ থেকে বল আক্রমণ ভাগে ঠেলে পাঠানোর লোক নেই, বল পাঠালেও গোল করবে কে? "

    ইউনাইটেডের বেশীরভাগ ম্যাচের পরেই বার বার ঘুরে-ফিরে উঠেছে এই কথা গুলোই। অথচ  শেষ ম্যাচে স্টোক সিটির চেয়ে কম বল পজেশন নিয়েও ওদের জালে ৩ বার বল জড়িয়েছে রেড ডেভিলরা। যেসব ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড দুই বার এর বেশী গোল করেছে সেগুলোর কোনটাতেই ৫৫ শতাংশ এর বেশী বল পজেশন ছিল না তাঁদের। ডিসেম্বর ২৮ এ ওল্ড ট্রাফোর্ডে চেলসির বিপক্ষে শেষ দেখায়ও বল পজেশনে বিস্তর এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডই। গোলশূন্য ড্র-এর সেই ম্যাচে গোলমুখে ইউনাইটেডের শট নিতে পেরেছিল মাত্র একটিই!  



    দুই ডাচের লড়াইওঃ  

    আজকের চেলসি-ম্যান ইউনাইটেড লড়াইটা এক অর্থে দুই ডাচের শ্রেষ্ঠত্বের লড়াইও। চেলসি কোচের চেয়ে কোন কোন দিক দিয়ে ফন গাল বেশী “হাই-প্রোফাইল” হলেও হাল আমলের লড়াইয়ে এগিয়ে আছেন হিডিংকই। গত ৫ দেখায় হারেননি কোনবার। তার ভেতর ৪ বারই জিতেছেন ফন গালের বিপক্ষে।


    ইনজুরির খবরঃ
    এই ম্যাচের আগে দুই দলেই রয়েছে বেশ কিছু ইনজুরি সমস্যা। তবে এ ম্যাচে মূল একাদশে ফিরতে পারেন হ্যাজার্ড। পেদ্রোকেও দেখা যেতে পারে এ ম্যাচে। অন্যদিকে ম্যান ইউনাইটেড এই ম্যাচেও পাচ্ছে না শোয়েন্সটাইগারকে। মিডফিল্ডের আরেক খেলোয়াড় ফেলাইনিও নিশ্চিত নন এই ম্যাচের জন্য।


     

    চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের সম্ভাব্য একাদশ