• সিরি আ
  • " />

     

    প্রায় দুই মাস পর সপরিবারে তুরিনে ফিরেছেন রোনালদো

    প্রায় দুই মাস পর সপরিবারে তুরিনে ফিরেছেন রোনালদো    

    প্রায় দুই মাস পর ইতালিতে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। করোনা ভাইরাসের প্রকোপ কমার পর ইতালিতে লকডাউন শিথিল হয়েছে, ১৮ মে থেকে ব্যক্তিগত অনুশীলনও শুরু হবে। তার আগে কাল তুরিনে নিজের প্রাইভেট বিমানে সপরিবারে ফিরেছেন রোনালদো।

    নিজের অসুস্থ মাকে দেখতে গত মার্চে রোনালদো উড়ে গিয়েছিলেন জন্মস্থান পর্তুগালের মাদেইরায়। করোনা ভাইরাসের সংক্রমণ তখন শুরু হয়ে গেছে ইতালিতে। ৮ মার্চ রোনালদো ইতালি ছাড়ার পর কার্যত লকডাউনে চলে যায় ইতালি, এরপর আর তুরিনে ফেরা হয়নি রোনালদোর। এর মধ্যে রুগারি, দিবালা, মাতুইদিদের মতো জুভেন্টাস সতীর্থদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে। তবে কারও অবস্থা আশংকাজনক হয়নি।

    গত কিছু দিনে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে আসার পর বযক্তিগত পর্যায়ে ১৮ মে থেকে ফুটবলারদের অনুশীলন শুরুর অনুমতি দিয়েছে ইতালি সরকার। তার অংশ হিসেবে কাল রাতে তুরিনে এসেছেন রোনালদো। আপাতত ১৪ দিন নিয়ম মেনে তাকে হোম কোয়ানেন্টিনে থাকতে হবে।

    ফুটবলহীন গত দুই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় ছিলেন রোনালদো। নিজের পরিবারকে সময় দিয়েছেন, ছবি ও ভিডিও পোস্ট করেছেন নিয়মিত।