• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    একই সময়ে টেস্ট আর টি-টোয়েন্টি খেলবেন কোহলিরা?

    একই সময়ে টেস্ট আর টি-টোয়েন্টি খেলবেন কোহলিরা?    

    করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় ব্যাপক আর্থিক ক্ষতির বিষয়টি কারো অজানা নয়। ভারতীয় ক্রিকেটের ভরা মৌসুমে করোনার হানা বিষয়টিকে বেশ জটিল রুপ দিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হয়ে গেছে, আইপিএলও পিছিয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। এমন অবস্থায় আর্থিক ক্ষতির বোঝা কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে ভাবছে বিসিসিআই। আর করোনার প্রকোপ কমলে বড় দৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেটে একই সময়ে ভিন্ন দুটি দল খেলানোর বিষয়টি এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করছে সংস্থাটি।

     


    মার্চে ভারতে দক্ষিণ আফ্রিকার ৩ ওয়ানডের সফর এরই মধ্যে বাতিল হয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরে ইংল্যান্ডের ভারত সফর নিয়েও শঙ্কা রয়েছে। এই সিরিজগুলো আয়োজন না করতে পারলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। এদিকে এই বছরে যদি শেষ পর্যন্ত আইপিএল আয়োজন না করা যায়, তাহলে ৩৮০০ কোটি রুপি ক্ষতি হবে বিসিসিআইয়ের, আর সম্প্রচার স্বত্বধারী চ্যানেল স্টার স্পোর্টসের ক্ষতি হবে প্রায় ৩২৬৯ কোটি রুপি। এই বিপুল পরিমাণ ক্ষতি যথাসম্ভব কমিয়ে আনতে তাই সিরিজ আয়োজনের বিকল্প নেই। আর্থিক অবস্থা এতটাই বিপর্যয়কর হয়ে উঠেছে যে, সম্প্রতি ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে কোয়ারেন্টিন পালন করে হলেও সিরিজ খেলতে সম্মতি দিয়েছে। 

    আর তাই করোনার বিভিন্ন বিধিনিষেধ মেনে একই সময়ে টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেট আয়োজনের বিষয়টি ভেবে দেখছে বিসিসিআই। সেক্ষেত্রে দুটি দল খেলানোর কোনও বিকল্প নেই তাদের সামনে, স্পোর্টস্টারের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন একজন বিসিসিআই কর্মকর্তা, “আন্তর্জাতিক ক্রিকেট কখন শুরু হবে তা আমাদের কারোই জানা নেই। তবুও আমাদের সব স্টেকহোল্ডার এবং স্পনসরদের সুবিধার্থে একই সময়ে ভিন্ন দুটি দল দিয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলানো যায় কিনা তা নিয়ে ভাবা হচ্ছে।”