• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    জুন থেকে প্রিমিয়ার লিগ শুরুতে বাধা নেই

    জুন থেকে প্রিমিয়ার লিগ শুরুতে বাধা নেই    

    জুনের ১ তারিখ থেকে লকডাউন কিছুটা শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। অনুমতি মিলেছে ফুটবল ম্যাচ আয়োজনেরও। তবে সেটা অবশ্যই হতে হবে ফাঁকা মাঠে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসনের দেওয়া ৫০ পৃষ্ঠার এক নির্দেশনায় বলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলেই কেবল লকডাউন শিথিল করা হবে। 

    মার্চে স্থগিত হওয়ার পর আবারও মাঠে ফুটবল গড়াতে প্রিমিয়ার লিগের দরকার ছিল সরকারী অনুমতি। এর আগে ফ্রান্স ও নেদারল্যান্ডসে অনুমতি না মেলায় মাঝপথেই মৌসুম বাতিল করা হয়েছিল। এরপর  মাঠে ফুটবল ফেরাতে বাকি সবকিছু নির্ভর করবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সিদ্ধান্তের ওপর।

    ২০১৯-২০ মৌসুমের মোট ৯২টি ম্যাচ বাকি রয়েছে প্রিমিয়ার লিগে। ক্লাবগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আরও বেশ কিছু ব্যাপার। এর আগে নিরপেক্ষা ভেন্যুতে ম্যাচ আয়োজনের কথা শোনা যাচ্ছিল। এর আগে পিএসজির চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচ ফাঁকা মাঠে হলেও স্টেডিয়ামের বাইরে দর্শকদের ভিড় করার নজির আছে। এসব দিক বিবেচনা করে কী উপায়ে লিগ এগুবে সেই সিদ্ধান্ত নেওয়া হলেই দিন-তারিখ জানানো হবে প্রিমিয়ার লিগের পক্ষ থেকে।