ছুরির মুখে নিজ বাড়িতে ডাকাতির শিকার ডেলে আলি
টটেনহাম হটস্পার ফরোয়ার্ড ডেলে আলি নিজ বাড়িতেই ডাকাতির শিকার হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে দুইজন দুষ্কৃতিকারী ঢুকে পড়েন আলির বাড়িতে। এরপর ছুরির দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে পালি যায় ওই দুই ডাকাত। বড় কোনো হতাহতের ঘটনা না হটলেও ডেলে আলি ও তার ভাই মুখে আঘাত পেয়েছেন।
ঘটনার সময় ডেলে আলির সঙ্গে তার ভাই ও তাদের দুইজনের বান্ধবী ও অন্য আরেকজন বন্ধু অবস্থান করছিলেন বাড়িটিতে। ডেইলি মেইল বলছে এ সময় ওই পাঁচজন কার্ড খেলায় ব্যস্ত ছিলেন।
বাড়ির নিরাপত্তাবেষ্টনী ফাঁকি দিয়ে কিভাবে ওই দুইজন ডাকাত ঘরে ঢুকে পড়েছিল সেটি অবশ্য এখনও জানা যায়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। ঘটনার পরপরই স্কটল্যান্ড ইয়ার্ড উপস্থিত হয়ে পুরো ব্যাপারটি দেখভাল করছে।
মেইল আরও জানাচ্ছে অর্থ ও স্বর্নালঙ্কারসহ চুরি যাওয়া সম্পদের পরিমাণ প্রায় ৮৫ হাজার পাউন্ড। ছুরি বহনকারী দুইজনকে বাধা দিতে গিয়ে আলি ও তার ভাই মুখে আঘাত পেয়েছেন বলে দাবি করেছে তারা।