• ফুটবল, অন্যান্য
  • " />

     

    ভারতের বিপক্ষে ম্যাচের জার্সি নিলামে তুলতে চান জামাল ভূঁইয়া

    ভারতের বিপক্ষে ম্যাচের জার্সি নিলামে তুলতে চান জামাল ভূঁইয়া    

    সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ব্যাট নিলামে তুলেছেন। প্রত্যাত ফুটবলার মোনেম মুন্না ও ফিফার সাবেক রেফারি তৈয়ব হাসান ও নিলামে উঠিয়ে জার্সি বিক্রি করে করোনাভাইরাসের ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও এবার সে পথে হাঁটতে চাইছেন। নিজের একটি জার্সি নিলামে বিক্রি করে জামাল সে অর্থ বিলিয়ে দিতে চান অসহায় মানুষদের সেবায়।

    ভারতের বিপক্ষে গত বছর বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের খেলা ম্যাচের জার্সি নিলামে ওঠাতে চান জামাল। ওই ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সাদ উদ্দিনের গোলে অ্যাসিস্টটি ছিল জামাল ভুঁইয়ার। পারফর্ম্যান্সের বিচারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সেরাও ছিল সেটি।

    ডেনমার্ক থেকে জামাল নিজেই জানিয়েছেন জার্সি নিলামে ওঠানোর ইচ্ছার কথা, "বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের জার্সি নিলামে তুলতে চাই। এতে যে অর্থ আসবে, তা দিয়ে অন্তত অসহায় মানুষের পাশে দাঁড়ানো যাবে।"

    এর আগে নিজ গ্রামে দুস্থ মানুষের জন্যও কয়েকদিনের খাবার সরবারহ করেছিলেন জামাল। এবার নিজের ৬ নম্বর জার্সিটির বিনিময়ে পাওয়া অর্থও কাজে লাগাতে চান তিনি।