'জেতার মানসিকতাই নেই আর্সেনালের'
সর্বশেষ চার ম্যাচের তিনটিতে ড্র, একটিতে হার... টানা তিন ম্যাচে মেলে নি গোলের দেখাও। যুগ কাল পর প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্নে বিভোর আর্সেনালের জয়যাত্রা আচমকাই যেন থমকে যেতে বসেছিল। অবশেষে বর্ণমাউথের জালে ২ গোল আপাতত জয় এবং গোল দুটোর খরাই কাটাতে পেরেছে। কিন্তু পয়েন্ট টেবিলে আর্সেন ওয়েঙ্গারের দল নেমে গেছে তিন নম্বরে। এমন প্রেক্ষিতে গানারদের জয়ের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁদেরই সাবেক তারকা থিয়েরি অঁরি।
সর্বশেষ ২০০৪ সালে লিগ শিরোপা ঘরে উঠেছিল, পরের বছর রানার আপ আর তার পরের বছর থেকে কেবলই তিন আর চার নম্বরের বৃত্তে ঘুরপাক খাচ্ছেন ওয়েঙ্গারের ছেলেরা। আর চলতি মৌসুমে যখন প্রায় সবক’টি বড় দলের মন্দা দশা যাচ্ছে, তখনও শিরোপা পুনরুদ্ধার করতে না পারাটা গানারদের জন্য চরম ব্যর্থতার পরিচায়ক হয়ে থাকবে বলেই মনে করছেন অঁরি, “আমি যদি আপনাকে বলি যে একটা মৌসুম চেলসির জন্য ভালো যাচ্ছে না, সিটির জন্য ভালো যাচ্ছে না তাহলে আপনি ধরে নিতেই পারেন যে সে মৌসুমে আর্সেনালকে আর ঠেকাবে কে? কিন্তু বাস্তবতা হল কারও ঠেকাতে হচ্ছে না, তাঁরা নিজেরাই ঠেকে যাচ্ছে।”
আর সে জন্য উত্তরসূরিদের মানসিকতাকেই প্রশ্নবিদ্ধ করছেন গানারদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, “অবশ্যই আমি তাঁদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলবো। চেলসির বিপক্ষে ম্যাচটা তাঁরা হেরে গেলো। এই সময়ে এই ধরণের ম্যাচ আপনার অবশ্যই জেতা উচিৎ। তিনটা পয়েন্ট তো আর মামুলি ব্যাপার না। আপনি লম্বা সময় ধরে লিগ জিততে পারছেন না। এবার যখন একটা দারুণ সুযোগ এসেছে তখনও কেন সেটাকে কাজে লাগাতে পারছেন না? এবার অন্তত একটু গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ান!”
অঁরির মতে এবার লিগ জেতার যোগ্য দাবীদার লেস্টার সিটিই, “এই মুহূর্তে অন্তত আমি মনে করি লেস্টারই জিতে যাবে। কেবল জেতাই নয়, তাঁরা দেখিয়ে দিচ্ছে কিভাবে চাপও মোকাবেলা করতে হয়।”