• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ফার্গির চোখে সেরা পচেত্তিনো

    ফার্গির চোখে সেরা পচেত্তিনো    

    দুই যুগের পথচলায় এখনও পর্যন্ত ছুঁয়ে দেখা হয় নি প্রিমিয়ার লিগ শিরোপাটা। সেরা সাফল্য বলতে ২০০৯-১০ ও ২০১১-১২ মৌসুমে পয়েন্ট টেবিলে চার নম্বর অবস্থান। সেই টটেনহ্যাম হটস্পার্সকে এবার হাতছানি দিচ্ছে প্রথমবারের মতো লিগ জেতার স্বপ্ন। আর সে স্বপ্নযাত্রায় ডাগ আউট থেকে পথ দেখিয়ে যাওয়া মানুষটির নাম মাউরিসিও পচেত্তিনো, যার ব্যক্তিগত ট্রফিকেসটায়ও আজ অব্দি ওঠে নি কোনো বলার মতো সাফল্য! সেই পচেত্তিনোর প্রেরণারা (স্পার্স) যখন উড়ছে আকাশ ছোঁয়ার প্রয়াসে, প্রশংসা করতে কুণ্ঠিত হচ্ছেন না কেউই। সে ধারাবাহিকতায় এবার যোগ হল একটি বরেণ্য নাম, স্যার আলেক্স ফার্গুসন। সর্বকালের অন্যতম সেরা এই কোচের মতে এবারের প্রিমিয়ার লিগের সেরা কোচ মাউরিসিও পচেত্তিনো।

     

     

    এই মুহূর্তে পয়েন্ট টেবিলে টটেনহ্যাম অবস্থান দুই নম্বরে। শীর্ষে থাকা লেস্টার সিটির সাথে তাঁদের পয়েন্টের ব্যবধান পাঁচ। আর সেরা চারের মধ্যে গোল ব্যবধান আর কম গোল হজমের দিক থেকে স্পারদের অবস্থান সবার উপরে।

     

    টটেনহ্যামের সাংসদ ডেভিড ল্যামি ক্লাবটির নিজস্ব ভিডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ফার্গুসনের ওই মন্তব্যের ব্যাপারটি, “একটা গোপন কথা বলে দেই। সপ্তাহ ছয়েক আগে বাইরের তৃণমূল ফুটবলের জন্য একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে আমি স্যার আলেক্স ফার্গুসনের পাশে বসেছিলাম। তখন তিনি আমাকে বললেন, তোমরা তো প্রিমিয়ার লিগের সেরা কোচ পেয়ে গেছ!”

     

    আগামী মৌসুমে ইউনাইটেডের কোচ পদে রদবদলের জন্য সম্ভাব্য পছন্দদের মধ্যে হোসে মরিনহো ও ফন গালের সহকারী রায়ান গিগসের সাথে আছে পচেত্তিনোর নামও। যদিও মরিনহোই দৌড়ে এগিয়ে আছেন, তবু ওল্ড ট্র্যাফোর্ডের পরিচালক ও শুভেচ্ছা দূত ফার্গুসনের মুখে পচেত্তিনোর প্রশংসা কোচ বাছাইয়ের প্রক্রিয়ায় আলাদা মাত্রা যোগ করতেই পারে।


    ইউনাইটেডের নীতিনির্ধারণী পর্যায়ের আরেক প্রভাবশালী ব্যক্তিত্ব স্যার ববি চার্লটনও কিছুদিন আগে ‘মরিনহোর বিতর্কিত অতীত ইউনাইটেডের সাথে যায় না’ বলে মন্তব্য করে ভবিষ্যৎ ও তরুণদের গড়ে তুলতে পারবে এমন একজন কোচ হিসেবে পচেত্তিনোর প্রসঙ্গ টেনেছিলেন।