কবে শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ লিগগুলো?
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মাঝেই ইউরোপে ফিরতে শুরু করেছে ফুটবল। জার্মান বুন্দেসলিগা গত ১৬ মে থেকে আবারও শুরু হয়েছে। জুনের ১১ তারিখে ফিরছে লা লিগা এবং ১৭ তারিখে শুরু হওয়ার কথা প্রিমিয়ার লিগ। আর ২০ জুন থেকে লিগ শুরুর জন্য সরকারী অনুমোদন পেয়েছে ইতালিয়ান সিরি আ। তবে করোনাভাইরাসের মাঝে খেলার ঝুঁকি না নিয়ে চলতি মৌসুম বাতিলও করে দিয়েছে বেশ কয়েকটি দেশ। ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়ামের মতো বেশ কয়েকটি দেশে লিগ বাতিল করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
প্রিমিয়ার লিগ
কবে থেকে শুরু?
১৭ জুন, বুধবার থেকে আবারও মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ। প্রথম দুটি ম্যাচে ম্যানচেস্টার সিটি-আর্সেনাল এবং অ্যাস্টন ভিলা-শেফিল্ড ইউনাইটেড মুখোমুখি হবে।
কত ম্যাচ বাকি?
৯২ টি
শিরোপার দৌড়ের চিত্র কেমন?
২৫ পয়েন্টের লিড নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের হাত ছোঁয়া দূরত্বে রয়েছে শিরোপা।
মৌসুম শেষ কবে?
২৫/২৬ জুলাই শেষ হতে পারে চলতি মৌসুম।
ফিক্সচার?
এখন পর্যন্ত শুধু প্রথম দুটি ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে।
খেলা হবে কোথায়?
হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে আগের মতোই খেলা অনুষ্ঠিত হবে। তবে লিভারপুল-এভারটনের মতো উত্তেজনাপূর্ণ খেলাগুলো নিরপেক্ষ মাঠে আয়োজন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর সব ম্যাচই ফাঁকা মাঠে অনুষ্ঠিত হবে।
এফএ কাপের কী অবস্থা?
চলতি মৌসুমে এখন এফএ কাপের কোয়ার্টার ফাইনাল পর্ব চলছে। ২৭ ও ২৮ জুন কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং সেমিফাইনাল হবে ১৮ ও ১৯ জুলাই। আর ফাইনাল হবে ১ আগস্ট।
পরবর্তী মৌসুম শুরু হবে কবে?
১২ সেপ্টেম্বর থেকে ২০২০-২১ মৌসুমের খেলা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লা লিগা
কবে থেকে শুরু?
লিগ প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের ঘোষণা অনুযায়ী আগামী ১১ জুন মাঠে ফিরতে পারে লা লিগা। রিয়াল বেটিস এবং সেভিয়ার ম্যাচ দিয়ে আবারও শুরু হতে পারে চলতি মৌসুম।
কত ম্যাচ বাকি?
১১০ টি
শিরোপার দৌড়ের চিত্র কেমন?
রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। লিগে এখনও ১১ রাউন্ড খেলা বাকি।
মৌসুম শেষ কবে?
১৯ অথবা ২০ জুলাইয়ে শেষ হতে পারে লা লিগার চলতি মৌসুম।
সব ম্যাচের সূচি নিশ্চিত করা হয়েছে কি?
সব ম্যাচের সূচি এখনও নিশ্চিত করা হয়নি।
খেলা হবে কোথায়?
প্রায় সব দলই আগের মতো নিজেদের হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পাচ্ছে। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে সংস্কার কাজ চলমান থাকায় ৬ হাজার আসন বিশিষ্ট এস্তাদিও আলফ্রেডো ডি স্টেফানোতে নিজেদের হোম ম্যাচগুলো খেলবে রিয়াল মাদ্রিদ। এই স্টেডিয়ামটিতে মূলত মাদ্রিদের ‘বি’ টিমের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। এছাড়া লেভান্তেও নিজেদের ৬ টি হোম ম্যাচ এস্তাদিও অলিম্পিকো কামিলো কানোতে খেলার প্রস্তাব করেছে।
কোপা দেল রে-র কী অবস্থা?
গত ১৮ এপ্রিল রিয়াল সোসিয়েদাদ এবং অ্যাথলেটিক বিলাবাওয়ের মাঝে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে সেটি স্থগিত হয়ে যায়। আর যেহেতু এই দুই দলের মধ্যকার ‘বাস্ক ডার্বি’ ভক্তদের মাঝে অন্যরকম এক উন্মাদনা তৈরি করে, তাই সমর্থকদের ছাড়া এই ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে তারা। তাই অবস্থা সম্পূর্ণভাবে স্বাভাবিক হওয়ার পরই এই ম্যাচ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে কোপা দেল রে-র ইউরোপা লিগ স্পটটি লা লিগায় চলে যাবে।
পরবর্তী মৌসুম শুরু হবে কবে?
পরিকল্পনা অনুযায়ী চলতি মৌসুম শেষ করা গেলে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে পরবর্তী মৌসুম।
সিরি আ
কবে থেকে শুরু?
২০ জুন থেকে সিরি আ আবারও শুরু করার অনুমতি দিয়েছে ইতালিয়ান সরকার।
কত ম্যাচ বাকি?
১২৪ টি
শিরোপার দৌড়ের চিত্র কেমন?
দ্বিতীয় স্থানে থাকা লাৎসিও-র চেয়ে ১ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে রয়েছে জুভেন্টাস।
মৌসুম শেষ কবে?
সপ্তাহে দুটি করে ম্যাচ খেললে আগামী ১ আগস্টের মাঝে চলতি মৌসুম শেষ করা সম্ভব হবে।
সব ম্যাচের সূচি নিশ্চিত করা হয়েছে কি?
সূচি এখনও নিশ্চিত করা হয়নি।
খেলা হবে কোথায়?
পূর্বের মতোই সব দল নিজেদের হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পাচ্ছে। তবে দর্শকবিহীন মাঠেই অনুষ্ঠিত হবে সব ম্যাচ।
কোপা ইতালিয়ার কী অবস্থা?
সিরি আ-র আগেই কোপা ইতালিয়ার এবারের সংস্করণ শেষ করতে চায় ইতালিয়ান এফএ। ১৩ জুন নাপোলি-ইন্টার মিলান এবং জুভেন্টাস-এসি মিলানের মধ্যকার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ফাইনাল হবে ১৭ জুন। তবে কোনও প্রস্তুতি ছাড়া এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে এরই মধ্যে এসি মিলান এবং ইন্টার মিলান নিজেদের অসন্তুষ্টি ব্যক্ত করেছে।
পরবর্তী মৌসুম শুরু হবে কবে?
প্রিমিয়ার লিগ এবং লা লিগার মতো ১২ সেপ্টেম্বর থেকেই সিরি আ-র পরবর্তী মৌসুম শুরু হতে পারে।
বুন্দেসলিগা
খেলা আবারও শুরু হয়েছে কবে?
ইউরোপের শীর্ষ লিগগুলোর মাঝে সবার আগে ১৫ মে বুন্দেসলিগায় খেলা শুরু হয়েছে।
কত ম্যাচ বাকি?
৫৪ টি
শিরোপার দৌড়ের চিত্র কেমন?
৭ পয়েন্টের লিড নিয়ে টানা অষ্টম লিগ শিরোপা জয়ের পথে রয়েছে বায়ার্ন মিউনিখ।
মৌসুম শেষ কবে?
২৭ জুন শেষ হবে বুন্দেসলিগার চলতি মৌসুম।
সব ম্যাচের সূচি নিশ্চিত করা হয়েছে কি?
লিগের বাকি সব ম্যাচের সূচি নিশ্চিত করা হয়েছে।
খেলা হবে কোথায়?
পূর্বের মতোই সব দল নিজেদের হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পাচ্ছে। তবে দর্শকবিহীন মাঠেই অনুষ্ঠিত হবে সব ম্যাচ।
ডিএফবি পোকাল কাপের কী অবস্থা?
৯ অথবা ১০ জুন পোকাল কাপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই সেমিতে খেলবে বায়ার্ন মিউনিখ-ফ্রাঙ্কফুর্ট এবং সারব্রুকেন-লেভারকুজেন। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জুলাই।
পরবর্তী মৌসুম শুরু হবে কবে?
অন্যান্য লিগের চেয়ে বেশ আগেই শেষ হবে বুন্দেসলিগার চলতি মৌসুম। তবে জার্মানিতেও ১২ সেপ্টেম্বরেই পরবর্তী মৌসুম শুরু হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
লিগ আঁ
লিগ বাতিল করা হয়েছে কবে?
৩০ এপ্রিল লিগ আঁ-র চলতি মৌসুম বাতিল করা হয়েছে।
চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?
শেষ আট মৌসুমের মাঝে সপ্তমবারের মতো লিগ শিরোপা জিতেছে পিএসজি।
ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলোতে সুযোগ পাচ্ছে কারা?
পিএসজি এবং মার্শেই সরাসরি চ্যাম্পিয়নস লিগ খেলবে। এছাড়া চ্যাম্পিয়নস লিগের তৃতীয় কোয়ালিফাইং রাউন্ডে অংশ নেবে স্তাদে রেনস আর ইউরোপা লিগের গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে লিল।
কাপ প্রতিযোগিতাগুলোর কী অবস্থা?
কুপ দে ফ্রান্স এবং কুপ দে লা লিগের বাকি ম্যাচগুলো আগামী আগস্টে অনুষ্ঠিত হতে পারে।
পরবর্তী মৌসুম শুরু হবে কবে?
২২ আগস্ট থেকে পরবর্তী মৌসুম শুরুর বিষয়ে আলোচনা চলছে। তবে পিএসজি এবং মার্শেই চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ায় শেষ পর্যন্ত সে সময়ে যদি পরবর্তী মৌসুম শুরু করা না যায়, সেক্ষেত্রে ইউরোপের অন্যান্য লিগের ন্যায় ১২ সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে লিগ আঁ-র পরবর্তী মৌসুম।
চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ
প্রতিযোগিতাগুলো কবে নাগাদ শুরু হতে পারে?
ইউয়েফা আনুষ্ঠানিকভাবে এখনও দিনক্ষণ ঘোষণা করেনি। ১৭ জুন ইউয়েফার পরবর্তী বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ইউয়েফা প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার সেফেরিন আগস্টের মাঝে চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ শেষ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছিলেন।
চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগের চলতি মৌসুমের বর্তমান অবস্থা কী?
চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে এখনও ৪ টি ম্যাচ বাকি। আর ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগের এখনও ২ টি ম্যাচ খেলা বাকি।
প্রতিযোগিতাগুলো আবারও শুরু হলে ফরম্যাট কি একই থাকবে?
এই বিষয়টি সময়, সরকারী বিধি-নিষেধ এবং কোয়ারেন্টিনের নিয়মের ওপর নির্ভর করবে।
পরবর্তী মৌসুম শুরু হবে কবে?
সেপ্টেম্বরে আগামী মৌসুমের বাছাইপর্বের খেলা শুরু হতে পারে। আর অক্টোবরে শুরু হতে পারে মূল পর্বের খেলা।