• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    এবার গায়ে পড়ে আর কোহলিদের স্লেজিং করতে চান না ওয়েডরা

    এবার গায়ে পড়ে আর কোহলিদের স্লেজিং করতে চান না ওয়েডরা    

    স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়ার কথা মনে করুন একবার। বা রিকি পন্টিংয়ের সেই সর্বজয়ী অস্ট্রেলিয়ার কথা ভাবুন। ২২ গজে নিজেদের সময় নিরংকুশ আধিপত্য ছিল তাদের। মাঠের খেলা তো আছেই, আগ্রাসী শরীরী ভাষা সবসময়েই সেই সাফল্যের অন্যতম অনুষঙ্গ ছিল। আরেকটু নির্দিষ্ট করে বললে স্লেজিংটাই অস্ট্রেলিয়াকে মানসিকভাবে হয়তো এগিয়ে রাখত এক ধাপ। রাখঢাক করে হোক, বা না করে, অনেক অস্ট্রেলিয়ান তা স্বীকারও করেছেন। অথচ সেই পরাক্রমশালী অস্ট্রেলিয়ানরাই এবার বলছেন, সামনে কোহলির ভারতকে স্লেজ করার আগে তারা ভেবে দেখবেন।

    ম্যাথু ওয়েড এই অস্ট্রেলিয়া দলের এখন গুরুত্বপূর্ণ একজন সদস্য। সর্বশেষ অ্যাশেজে ছিলেন, ভারতের বিপক্ষে তিন ফরম্যাটেই তার খেলার অভিজ্ঞতা বিস্তর। কোহলির দলের বিপক্ষে সিরিজ হারের অভিজ্ঞতাও আছে তার। কোহলির আগ্রাসনটা চোখে না পড়ারও কারণ নেই। সেই অভিজ্ঞতা থেকে বলছেন, সামনে ভারতের সাথে খেললে খুব বেশি আগ্রাসী হওয়ার আগে চিন্তা করবেন তিনি, ‘আমি যেভাবে খেলতে চাই সেভাবে খেলব। অবশ্যই এমন কিছু করব না যাতে আমরা বিপদে না পড়ে যাই। ব্যাপারটা আমাদের পক্ষে থাকলে মাঠে তা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। বিরাট মাঠের কথাবার্তায় বেশ ধূর্ত, সে জানে কীভাবে শরীরী ভাষা নিজেদের পক্ষে কাজে লাগাতে হয়। সত্যি বলতে আমি সেজন্য এই ব্যাপারে খুব বেশি জড়িয়ে পড়তে চাই না। আমি জানি ওদের এই তাড়না আসে মূলত দুজন খেলোয়াড়ের কাছ থেকে। ওরা এই মুহূর্তে বিশ্বের যে কোনো খেলোয়াড়ের মতোই ভালো। তবে আমি আপাতত দূরেই থাকতে চাই।’

    ভারত যে এই মুহূর্তে খুবই আগ্রাসী, সেটা মেনেও নিয়েছেন ওয়েড, ‘ওরা খুব আগ্রাসী একটা দল। ভারতে এখন একগুছ ফিল্ডার আছে, গত ২০ বছরে যাদের পায়নি তারা। আপনি ব্যাটিং করলে তারা নিজেদের পক্ষে যা সম্ভব সবই করবে। লড়াইটা দারুণ হবে।’

     কথাটা ওয়েডের কাছ থেকে আসছে বলেই তা আরও বেশি বিস্ময়কর। ভারতের সঙ্গে ম্যাচে ঠোকাঠুকির অতীত ইতিহাস আছে ওয়েডের। ২০১৭ ধর্মশালা টেস্টে রবীন্দ্র জাদেজার সাথে বা সেই বছর কলকাতায় কোহলির সাথে একচোট হয়ে গিয়েছিল ওয়েডের। তবে আপাতত সেরকম কিছু জড়াবার ইচ্ছা নেই তার।

    অক্টোবরে তিন টি-টোয়েন্টির পর ডিসেম্বরে চার টেস্ট ও তিন ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ভারতের।