• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    প্রিমিয়ার লিগকে 'মিস' করেন সুয়ারেজ

    প্রিমিয়ার লিগকে 'মিস' করেন সুয়ারেজ    

    বছর দেড়েক আগে ইংল্যান্ড ছেড়ে স্পেনে ঠাই নেয়ার পর থেকে রীতিমতো উড়ছেন ‘এল পিস্তোলেরো’। মেসি-নেইমারের সাথে গাঁটছড়া বেঁধে বার্সেলোনার আক্রমণভাগকে করে তুলেছেন অপ্রতিরোধ্য, প্রথম মৌসুমেই জিতে নিয়েছেন লা লিগা, কোপা দেল রে আর চ্যাম্পিয়নস লিগ। কুড়ি গোল নিয়ে এই মুহূর্তে হয়ে আছেন চলতি লা লিগার সর্বোচ্চ গোলদাতা। লুইস সুয়ারেজের জন্য এ তো একেবারে সাজানো সুখের সংসার! কিন্তু এতো এতো অর্জনের ভিড়েও সুয়ারেজকে তাড়িয়ে বেড়ায় আগাগোড়া ‘অনিশ্চয়তা’য় মোড়া প্রিমিয়ার লিগের উত্তেজনাটুকু। বলছেন সুযোগ পেলে ফের লিভারপুলে ফিরে যাওয়ার সম্ভাবনাটুকু একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি!

     

     

    লিভারপুলে সাড়ে তিন বছরের সময়কালে অর্জন বলতে একটি লিগ কাপ। আর কাতালানদের হয়ে ইতোমধ্যেই জিতে নিয়েছেন পাঁচ পাঁচটি শিরোপা। কিন্তু সুয়ারেজ বলছেন সুযোগ পেলে আবারও প্রিমিয়ার লিগে ফিরতে তাঁর কোনো আপত্তি নেই এবং সেটা কেবলমাত্র লিভারপুলেই, “আমি এখানে (বার্সেলোনা) আরও অনেক বছর থাকতে চাই। কিন্তু জানি যে সবসময় যা চাই তা আসলে পাওয়া যায় না। আর যদি কখনও প্রিমিয়ার লিগ ফিরে যেতে হয় সেটা কেবল লিভারপুলের হয়েই যাবো, অন্য কোনো দলে নয়। এটা আসলে শুধু টাকাপয়সার ব্যাপার নয়। আয়াক্সের হয়ে খেলতে হলেও সানন্দেই সেটা করবো, ইউরোপের মানের ফুটবলার হতে প্রয়োজনীয় সময়-সমর্থনটা ওখান থেকেই পেয়েছিলাম।”

     

    গত বছর লা লিগার শিরোপা ঘরে তোলার পর চলতি মৌসুমেও এখনও পর্যন্ত এক ম্যাচ হাতে রেখে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষেই আছে কাতালানরা। আর ওদিকে লেস্টার-টটেনহ্যামের চমকের মৌসুমে প্রিমিয়ার লিগের সব হিসেব একেবারে উল্টেপাল্টে গেছে। আর এই অনিশ্চয়তাটুকুই ‘মিস’ করছেন সুয়ারেজ, “প্রিমিয়ার লিগে আপনি কখনই বলতে পারবেন না যে সামনে কি ঘটতে যাচ্ছে। দলগুলোর মাঝে ব্যবধান খুবই সামান্য। আর এখানে (লা লিগায়) তিন-চারটা বড় দলের সাথে বাকিদের পার্থক্যটা বেশ স্পষ্ট। কাউকে ছোট করার জন্য বলছি না...কিন্তু কিছু ম্যাচের আগে গণমাধ্যমের ভাবটা এমন থাকে যে, দেখা যাক আজকে বার্সেলোনা ক’টা গোল দেয়! অথচ প্রিমিয়ার লিগে এমনটা কখনই সম্ভব নয়। আর এই ব্যাপারটাই আমি খুব মিস করি।”