'২০১১ বিশ্বকাপ ফাইনালে ইচ্ছা করে হেরে গিয়েছিল শ্রীলংকা'
বোমাটা আগে ফাটিয়েছিলেন অর্জুনা রানাতুঙ্গা। ২০১১ বিশ্বকাপে ফাইনালে শ্রীলংকার হেরে যাওয়াটা ‘স্বাভাবিক’ ছিল না, এমন বলে তুলকালাম ফেলে দিয়েছিলেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার সেই সময়ের শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আথুলগামাগে আরও বড় বোমা ফাটালেন। ওই বিশ্বকাপের ফাইনালটা শ্রীলংকা ভারতের কাছে তুলে দিয়েছিল, সরাসরি এমন অভিযোগ করেছেন শ্রীলংকার এই রাজনীতিক।
২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলংকা ভারতের কাছে হেরে গিয়েছিল ৬ উইকেটে। ওই সময়ের ক্রীড়ামন্ত্রী আথুলগামাগে দাবি করেছেন, তখনই তার মনে এই সন্দেহ এসেছিল। কিন্তু তখন সেটা নিয়ে বলার পরিস্থিতি ছিল না বলে কিছু বলেননি। এত বছর পর এখন মুখ খুলেছেন। শ্রীলংকার এক টিভি চ্যানেলের কাছে ফাটিয়েছেন বোমা, ‘আমি আপনাদের বলছি ২০১১ বিশ্বকাপ ফাইনালটা আমরা ভারতের কাছে তুলে দিয়েছিলাম। এমনকি আমি যখন ক্রীড়ামন্ত্রী ছিলাম তখনও এটা আমি বিশ্বাস করতাম। ওই ম্যাচটা আমরা জিততে পারতাম, কিন্তু আমরা ইচ্ছা করে হেরে যাই। আমার মনে হয়েছে এখন এটা নিয়ে আমি কথা বলতে পারি। আমি নির্দিষ্ট কারও নাম বলব না, কিন্তু বেশ কিছু খেলোয়াড় এটাতে জড়িত ছিল।’
এর আগে রানাতুঙ্গা ২০১৭ সালে অভিযোগ করেছিলেন, ২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে তার সংশয় আছে। দাবি তুলেছিলেন, যেন ওই ফাইনালটা তদন্ত করে দেখা হয়। আরও বেশি কিছু বলার ইঙ্গিত দিয়েছিলেন, ‘আমি এখনই সবকিছু বলতে পারছি না। তবে সময়ের সাথে সব বেরিয়ে আসবে।’ যদিও ভারত ও শ্রীলংকার খেলোয়াড়েরা সেই অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন।
২০১১ বিশ্বকাপের ফাইনালে শুরুতে ব্যাট করে জয়াবর্ধনের সেঞ্চুরিতে ২৭৪ রান তুলেছিল শ্রীলংকা। এরপর ভারত শুরুতেই শেওয়াগ-টেন্ডুলকারকে হারিয়ে ফেলার পর তাদের পথ দেখান গম্ভীর-কোহলি-ধোনি। বাজে ফিল্ডিং ও বোলিংয়ের খেসারত দিয়েছি কুমার সাঙ্গাকারার দল।
ম্যাচ পাতানোর অভিযোগ অবশ্য শ্রীলংকার ক্রিকেটারদের বিরুদ্ধে নতুন নয়। সনাৎ জয়াসুরিয়াই ম্যাচ পাতানোর বিরুদ্ধে অসহযোগিতার জন্য দুই বছর নিষিদ্ধ হয়েছেন। বিপিএলেই শ্রীলংকান ক্রিকেটার লোকুয়ারাচ্চির বিরুদ্ধে অভিযোগ এসেছিল ফিক্সিংয়ের। নিষিদ্ধ হয়েছেন সাবেক ক্রিকেটার নুয়ান জয়সা ও কৌশল লোকুহেটিগে। এই মাসেই শ্রীলংকান বোর্ড জানিয়েছিল, আইসিসি তাদের সাবেক তিন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ তদন্ত করছে। দেশটির আরেক সাবেক ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো বলেছিলেন, শ্রীলঙ্কার ক্রিকেটের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে।