• ফুটবল, অন্যান্য
  • " />

     

    আরও এক বছর বার্সেলোনার ডাগআউটে আসছেন না জাভি?

    আরও এক বছর বার্সেলোনার ডাগআউটে আসছেন না জাভি?    

    কাতারি ক্লাব আল সাদের সঙ্গে নতুন চুক্তি করেছেন সাবেক বার্সেলোনা অধিনায়ক জাভি হার্নান্দেজ। আগামী মৌসুমেও এই ক্লাবের কোচ হয়ে থাকছেন তিনি। ২০১৫ সালে বার্সেলোনা থেকে কাতারে এসেছিলেন জাভি। আল সাদের হয়ে চার মৌসুম খেলার পর গত বছরের মে-তে ক্লাবটির ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন তিনি।

    অদূর ভবিষ্যতে বার্সেলোনার বর্তমান কোচ কিকে সেতিয়েনের জায়গা নিতে তাকে আবারও প্রস্তাব দেবে বার্সেলোনা, এমনটাই ধারণা করছিলেন সবাই। তবে নতুন এই চুক্তির ফলে আপাতত সেই আলোচনায় ছেদ পড়েছে বলেই মনে হচ্ছে।


    এর্নেস্তো ভালভার্দের উত্তরসূরি হিসেবে জাভিই প্রথম পছন্দ ছিলেন বার্সেলোনা কর্তাদের। তবে কোচ হিসেবে তখনও নতুন হওয়ায় বার্সেলোনার মতো ক্লাবের ডাগআউটে দাঁড়ানোর উপযুক্ত মনে করেননি নিজেকে। যদিও কোচের পদে সেতিয়েনকে নিয়োগ দেওয়ার পরপরই বার্সার কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন জাভি।

     

    সেতিয়েনের অধীনে বার্সেলোনার মাঠের পারফরম্যান্স যখন নিম্নগামী, ড্রেসিংরুমও যখন ক্রমেই কোচের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন আবারও জাভিকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল কাতালান ক্লাবটিতে। কিন্তু আল সাদের সঙ্গে নতুন চুক্তি করার মাধ্যমে আবারও সবাইকে চমকে দিলেন জাভি।