• সিরি আ
  • " />

     

    আমিই মিলানের প্রেসিডেন্ট, প্লেয়ার ও কোচ: ইব্রা

    আমিই মিলানের প্রেসিডেন্ট, প্লেয়ার ও কোচ: ইব্রা    

    তার গোলটাই খুলে দিয়েছে দরজা। দুই গোলে পিছিয়ে থাকার পর জুভেন্টাসের জালে আরও চারটি গোল দিয়েছেন ইব্রাহিমোভিচ। ম্যাচ শেষে নিজের মতো করেই মজা করে বলেছেন, তিনিই মিলানের হর্তাকর্তা, একাধারে প্রেসিডেন্ট, প্লেয়ার ও কোচ।

    ইব্রার অবশ্য একটু খুশি হওয়াই স্বাভাবিক। জুভেন্টাস সিরি আর শিরোপা দেখতে পাচ্ছে, সেখানে মিলানের চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা খুবই কম। কাল দুই গোলে পিছিয়ে পড়ার পর মিলানের আরেকটি পরাজয় দেখতে পাচ্ছিলেন অনেকে। কিন্তু ইব্রার পেনাল্টিতে ঘুরে দাঁড়ানোর পর গুণে গুণে আরও তিনটি গোল দিয়েছে মিলান। ইব্রা তাই ম্যাচ শেষে বলেছেন, ‘আমি বুড়ো হয়ে গেছি। এটা তো ওপেন সিক্রেট। আমার কাছে বয়স শুধুই একটা সংখ্যা। আগের চেয়েও ভালো বোধ করছি অনেক। আমার ভারসাম্য আগের চেয়ে ভালো, পরিশ্রমও অনেক বেশি করছি। আগের চেয়ে অনেক বেশি খেলেছি। সত্যি বলতে কী আমি সম্ভাব্য সব রকমভাবে দলকে সাহায্য করার চেষ্টা করছি।’

    এতক্ষণ একটু ‘ফরমাল’ কথা বলছিলেন। এরপরেই নিজের মেজাজে ফিরে গেলেন, ‘আমিই ক্লাবের প্রেসিডেন্ট, প্লেয়ার ও কোচ। একটু খারাপ ব্যাপার হচ্ছে খেলোয়াড় হিসেবে আমি বেতন পাচ্ছি। তবে এই মৌসুমে প্রথম থেকে খেললে আমরা স্কুদেত্তো জিততাম।’ গত ডিসেম্বরে এলএ গ্যালাক্সি থেকে ধারে মিলানে এসেছেন ইব্রা। ৩৮ বছর বয়সে গোল করেছেন মিলান ডার্বিতে, ১১ ম্যাচে ৫ গোলও হয়ে গেছে তার।

    অবশ্য ইব্রার ধারের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে এই মৌসুম শেষেই। এরপর কী হবে, সেটা এখনও জানেন না, ‘এটা অন্যরকম একটা পরিস্থিতি। এটার ওপর কারও নিয়ন্ত্রণ নেই। আমি আসলেই জানি না সামনে কী হবে। সমর্থকেরা আমার খেলা আর দেখবে না এমনও হতে পারে। এখন তো মাঠে দর্শকই নেই, সেজন্যই কথাটা বললাম। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলাটা আসলে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি। সান সিরোতে আজ সবার সামনে গোল করতে পারলে দারুণ লাগত।’

    তবে ইব্রা জানিয়েছেন, শুধু জার্সির ভারের জন্য মিলানে থাকতে চান না, ‘আমার বয়স হয়ে গেছে এটা ঠিক, তবে আমি এখানে শুধু থাকার জন্য থাকতে চাই না। আমি চাই পার্থক্য গড়ে দিতে। মাস্কট হওয়ার জন্য এখানে আসিনি আমি। এসেছি ক্লাব, সমর্থক ও খেলোয়াড়দের সাহায্য করতে।’