নিউ সাউথ ওয়েলসেই ফিরে গেলেন হাথুরুসিংহে
বাংলাদেশ, শ্রীলঙ্কা ঘুরে আবারও অস্ট্রেলিয়ার রাজ্যভিত্তিক দল নিউ সাউথ ওয়েলসের কোচিং কাঠামোতেই ফিরে গেলেন চন্ডিকা হাথুরুসিংহে। সে দলের সহকারি ও ব্যাটিং কোচ হয়েছেন তিনি।
২০১৪ সালে বাংলাদেশের হেড কোচ পদে দায়িত্ব নেওয়ার আগে নিউ সাউথ ওয়েলসের সহকারি কোচই ছিলেন হাথুরুসিংহে, তাদের বিগব্যাশের দল সিডনি থান্ডার্সের কোচ হিসেবে। এরপর বাংলাদেশ ও শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব পালন করেছেন, তবে দুই দল থেকেই তিনি চলে গেছেন বিতর্কের জন্ম দিয়ে।
হাথুরুসিংহে নতুন দায়িত্ব নিতে পেছনে ফেলেছেন ক্রিস রজার্স, সাবেক ওয়েস্ট ইন্ডিজ সহকারি কোচ টবি র্যাডফোর্ডকে। বিভিন্ন কন্ডিশনে চ্যালেঞ্জের সাথে ব্যাটসম্যানদের মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তা করতে হাথুরুসিংহেই উপযুক্ত ব্যক্তি, এমন ভেবেছে নিউ সাউথ ওয়েলস।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের হেড কোচ ছিলেন হাথুরুসিংহে, তবে দক্ষিণ আফ্রিকা সফরের পর কিছুটা হুট করেই দায়িত্ব ছেড়ে দেন তিনি। এরপর শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব পান, তবে ২০১৯ বিশ্বকাপের সময়ই হাথুরুসিংহেকে বরখাস্ত করে শ্রীলঙ্কা। তবে দলের সঙ্গে ছিলেন তিনি ঠিকই। ক্ষতিপূরণের জন্য আদালতে যাওয়ার হুমকি দিয়েছিলেন তিনি, অবশেষে ২০২০ সালের জানুয়ারিতে তার সঙ্গে চুক্তি বাতিল করে শ্রীলঙ্কা।
এরপর আবারও বাংলাদেশে তার ফেরা নিয়ে সম্ভাবনা তৈরি হয়েছিল, বিশ্বকাপের পর বিসিবি স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করাতে। তবে শেষ পর্যন্ত সে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক হেড কোচ রাসেল ডমিঙ্গো।
প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়ার পর আরব আমিরাত, শ্রীলঙ্কা ‘এ’ দলের দায়িত্ব পালনের পর হাথুরুসিংহে ট্রেভর বেইলসের অধীনে হয়েছিলেন শ্রীলঙ্কার সহকারি কোচ। এরপর সেখান থেকে চলে যেতে হয় তাকে। বেইলিসও নিউ সাউথ ওয়েলসে ফিরেছিলেন, তবে এরপর ইংল্যান্ডের দায়িত্ব নিতে ২০১৫ সালে সে দায়িত্ব ছাড়েন তিনি। আর হাথুরুসিংহে সিডনি থান্ডার্সের হয়ে ভাল একটা সময় কাটানোর পর এসেছিলেন বাংলাদেশে।
সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ইয়ার্ডি চুক্তির মাঝপথে পারিবারিক কারণে চলে যাওয়ার পর থেকেই সহকারি কোচ খুঁজছিল নিউ সাউথ ওয়েলস। শ্রীলঙ্কার দায়িত্ব ছাড়ার পর আবারও অস্ট্রেলিয়া ফিরে গিয়েছিলেন হাথুরুসিংহে, পুরোনো সেট-আপে ব্যাটে-বলে হয়েছে তার এরপরই।
হাথুরুসিংহে নিউ সাউথ ওয়েলসের কাজ করবেন হেড কোচ ফিল জ্যাক্স, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও স্পিন বোলিং কোচ অ্যান্থনি ক্লার্কের সঙ্গে।