পরিস্থিতি যাই হোক পিএসজিতেই থাকবেন এমবাপে
পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে বলেছেন এই মৌসুমেও কোথাও যাচ্ছেন না তিনি, থেকে যাচ্ছেন পিএসজিতেই। রিয়াল মাদ্রিদের তার ব্যাআরে আগ্রহের কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। তবে সেল্টিকের সঙ্গে প্রীতি ম্যাচের পর এমবাপে যা বলেছেন, তাতে রিয়ালের অপেক্ষার দ্রুত অবসানের সম্ভাবনা নেই।
"আমার একটা ব্যাপারই বলার আছে। আমি এখানেই আছি, এখানেই থেকে যাচ্ছি চতুর্থ মঊশুমের মতো। সমর্থক, ক্লাব ডিরেক্টর সবার জন্যই বলতে চাই আমি পিএসজিতেই থাকব। সে পরিস্থিতি যেমনই হোক।"
"আমি পিএসজিকে শিরোপা জিততে সাহায্য করতে চাই। পিএজিকে বিশ্বের সেরা ক্লাবে রুপান্তর করতে চাই।"
ফ্রেঞ্চ ফরোয়ার্ডের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ রয়েছে ২০২২ সাল পর্যন্ত। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও উঠেছে পিএসজি। ২১ বছর বয়সী আপাতত পরের মৌসুমেও যে রিয়ালে যাচ্ছেন না সেটা মোটামুটি নিশ্চিতই হয়ে গেল তার বক্তব্যের পর।