প্লে স্টেশন নিয়ে চ্যাম্পিয়নস লিগ খেলতে গেছেন গ্রিযমান
আগস্টের ২৪ তারিখ লিসবনে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। আর সেই পর্যন্ত লিসবনে থাকতে হবে ধরে নিয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েই লিসবনে গেছেন বার্সেলোনা ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান। যেহেতু দীর্ঘ সময় হোটেলেই কাটাতে হবে সেজন্য এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড নিজের প্লেস্টেশনও সঙ্গে করে নিয়ে গেছেন। বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অত্যন্ত কঠিন ম্যাচ রয়েছে বার্সেলোনার, তবে সব বাধা টপকে কাতালান ক্লাবটি ফাইনাল পর্যন্ত যাবে বলে আত্মবিশ্বাসী গ্রিজমান।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর প্রথম লেগে নাপোলির মাঠ থেকে ড্র করে ফিরেছিল বার্সেলোনা। তবে ন্যু ক্যাম্পে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ফিরতি লেগে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছেন। কোয়ার্টার ফাইনালে তর্কসাপেক্ষে এবারের টুর্নামেন্টে সবচেয়ে কঠিন দলটির বিপক্ষে খেলতে হবে তাদের। কোয়ার্টার পর্যন্ত আসতে সব প্রতিপক্ষদের লণ্ডভণ্ড করে দিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
শেষ ষোলয় দুই লেগ মিলে চেলসিকে ৭ গোল দিয়েছে। তার আগে গ্রুপ পর্বে গতবারের ফাইনালিস্ট টটেনহামকে এক ম্যাচেই ৭ গোল দিয়েছিল দলটি। বায়ার্নের গোলমেশিন লেভানডফস্কি ছুটে চলেছেন বিদ্যুৎগতিতে, এখন পর্যন্ত ১৩ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা তিনি। চেলসির বিপক্ষে দুই ৪ অ্যাসিস্ট করে বুঝিয়ে দিয়েছেন, শুধু করায় নয়, বানাতেও পটু তিনি।
আর এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামার আগে স্বাভাবিকভাবেই স্নায়ুচাপে ভোগার কথা বার্সেলোনার। বায়ার্নকে হারালেও অবশ্য হবে না, এরপর সেমিফাইনালে বার্সার সম্ভাব্য প্রতিপক্ষ ম্যান সিটি। বার্সেলোনার অবস্থা যেমনই হোক গ্রিজমান আত্মবিশ্বাসী। সবরকম প্রস্তুতি নিয়ে গেছেন তিনি লিসবনে, “২৪ আগস্ট পর্যন্ত লিসবনে থাকার মতো জিনিসপত্র নিয়েই স্যুটকেস গুছিয়েছি। আমি তো প্লেস্টেশনও সঙ্গে নিয়ে এসেছি। আমাদের চ্যাম্পিয়নস লিগে আর তিন ম্যাচ জিততে হবে, সেই তিন ম্যাচ জেতার মতো রসদ আমাদের আছে। এক লেগের ম্যাচ যে কেউই জিততে পারে। আমরা ম্যাচের জন্য মুখিয়ে আছি। আমরা ট্যাকটিকস নিয়ে কাজ করেছি, আমরা ম্যাচটি খেলতে তৈরি।”
তবে বায়ার্নের বিপক্ষে ম্যাচটি যে খুব সহজ হবে না সেটি মানছেন গ্রিজমান, “আমরা জানি ম্যাচটি কঠিন হবে। তবে সেমিফাইনালে উঠতে কী করতে হবে সেটা আমাদের জানা আছে। এটা দারুণ ম্যাচ হবে।”
১৫ আগস্ট বায়ার্নের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বার্সেলোনা।