"লজ্জা" - বার্সেলোনার ভরাডুবির পর স্প্যানিশ সংবাদ মাধ্যমের সমালোচনা
বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বার্সেলোনার হারকে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো বলছে চূড়ান্ত অপমান। ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমেউ থেকে অধিনায়ক লিওনেল মেসি কারও সমালোচনা করতে ছাড়েনি স্পেনের শনিবারের দৈনিকগুলো।
মার্কা প্রচ্ছদ ছেপেছে এক শব্দে, স্প্যানিশ শব্দ ভেরগুয়েনজা যার অর্থ দাঁড়ায় লজ্জা। সঙ্গে বড় করে আছে স্কোরলাইনটাও। বার্সা-বায়ার্ন ম্যাচ নিয়ে তারা লিখেছে, "নৃশংস, ভুলে যাওয়ার ম্যাচ।" সাংবাদিক হুগো কেরেহোর কলামে সমালোচনা শুরু হয়েছে কিকে সেতিয়েনকে দিয়ে, এরপর থেমেছে বার্তোমেউকে দিয়ে। মূলত ক্লাব প্রেসিডেন্টের ওপরই দোষ চাপিয়েছেন তিনি, "টানা চতুর্থ মৌসুমের মতো বাদ বার্সেলোনা। জুভেন্টাস, রোমা, লিভারপুলের পর এবার বায়ার্ন। ক্লাবের ওপরের দিকে যারা আছেন, তাদের সবার ভাগ্য ঝুলে গেল।"
মেসির সমালোচনা করতেও ছাড়েননি কেরেহো, " বায়ার্নের মতো দলকে হারাতে বার্সেলোনা আর মেসির ওপর নির্ভর করতে পারে না। মেসির ফর্মও এবার তার আগের মৌসুমগুলোর মতো ভালো ছিল না।"
এএসের হাভিয়ের মিগুয়েল মেসির দোষটা দেখছেন বড় করে, "মেসির জন্য ভালোই হলো এখন বন্ধু নেইমারের খেলা দেখতে পারবে। মেসির সিংহাসন নড়তে শুরু করেছে।"
সান্তি হিমেনেজ লিখেছেন, এমন কিছু হওয়ারই ছিল। অ্যানফিল্ডের মতো এবারও সতর্কবার্তা পেয়েও কাজে লাগায়নি বার্সা।" ডাগআউটে সেতিয়েনের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেছেন তিনি।