• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ধোনি

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ধোনি    

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক এমএস ধোনি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম আইডিতে একটা ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, “ধন্যবাদ। সবসময়ই আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করবেন।” 

    ধোনি অবসর নিয়েছেন, এমন খবর নিশ্চিত করেছে সংবাদসংস্থা পিটিআই, জানিয়েছে ক্রিকইনফো। ফলে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল ভারত ক্রিকেটের বড় এক অধ্যায়। ঝাড়খন্ড থেকে উঠে আসা ধোনিকে নিয়ে তার ক্যারিয়ার শেষের আগেই তৈরি হয়েছিল জীবনীভিত্তিক সিনেমাও। 

    ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক করা ধোনি অবসর নিলেন ভারতের সর্বকালের সবচেয়ে সফল অধিনায়ক ও অন্যতম সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে। ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অধিনায়ক হিসেবে জিতেছেন বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভারতকে তুলেছিলেন আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে। 

    গত বছর বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ধোনি। এরপর আর স্বীকৃত কোনও ক্রিকেটই খেলেননি। ধোনি কবে অবসর নেবেন, সে আলোচনা চলেছে দীর্ঘদিন। নাটকীয় ভঙ্গিমায় সে অবসরের ঘোষণা দিলেন ‘ক্যাপ্টেন কুল’, ভারতের ‘মাহি’। অবশ্য সামনের আইপিএলে খেলে যাবেন, এমনই কথা আছে। আরব আমিরাতে হতে যাওয়া এই আইপিএলের জন্য চেন্নাই সুপার কিংসের ক্যাম্পেও যোগ দিয়েছেন তিনি, সেখান থেকেই এসেছে অবসরের এই ঘোষণা। 
     


    প্রায় ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ধোনি ৩৮.০৯ গড়ে টেস্টে করেছেন ৪৮৭৬ রান। তবে ওয়ানডেতে ৫০.৫৭ গড়ে ১০৭৭৩ রান আছে তার। টি-টোয়েন্টিতে ৩৭.৬০ গড়ে করেছেন ১৬১৭ রান। তিন ফরম্যাট মিলিয়ে ৮২৯টি ডিসমিসাল আছে তার।  

    ধোনি টেস্টকে বিদায় বলেছিলেন অবশ্য আগেই, ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে। এরপরই তার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন বিরাট কোহলি। তবে ২০১৮ সাল পর্যন্ত ভারতকে সীমিত ওভারে নেতৃত্ব দিয়েছেন তিনি। সে বছরের এশিয়া কাপের পর ছেড়েছিলেন ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্বও। 

    ধোনির অবসরে একটি যুগ শেষ হলো, অফিশিয়াল বিবৃতিতে এমন বলেছেন তার প্রথম আন্তর্জাতিক ম্যাচের অধিনায়ক ও বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, “এটা একটা যুগের শেষ। সে এই দেশের ও বিশ্ব ক্রিকেটের কী দারুণ এক ক্রিকেটারই না ছিল! 

    “তার নেতৃত্বের গুণ ছিল সত্যিই আলাদা কিছু, যেটার তুলনা করা কঠিন, বিশেষ করে সীমিত ওভারে। একদিনের ম্যাচে শুরুর দিকেই তার ব্যাটিংকে বিশ্ব জেনেছিল, তার সহজাত ক্ষমতাকে কুর্ণিশ করেছিল। সব ভাল কিছুরই শেষ আছে, এবং এই শেষটা অসাধারণ। সে উইকেটকিপারদের জন্য একটা মানদন্ড ঠিক করে গেছে, এবং দেশের জন্য একটা মানদন্ড ঠিক করে গেছে। মাঠে তার বিদায়ে কোনো আক্ষেপ থাকবে না। অসাধারণ এক ক্যারিয়ার। আমি তাকে জীবনের জন্য শুভকামনা জানাই।” 

    ধোনির অবসরের পর তাকে অভিবাদন জানিয়েছে ভারতসহ বিশ্ব-ক্রিকেট।