চ্যাম্পিয়নস লিগ ফিক্সচার : রোড টু ফাইনাল
দুর্দান্ত ৪ কোয়ার্টার ফাইনালের পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের লাইন আপ নির্ধারণ হয়ে গেল। দুই ম্যাচই জার্মানি বনাম ফ্রান্সের ক্লাবের। প্রিমিয়ার লিগ, লা লিগা বা সিরি আ থেকে শেষ চারে দল নেই এই প্রথমবারের মতো।
প্রথম সেমিফাইনালে পিএসজি আর লাইপজিপ মুখোমুখি হবে ১৯ আগস্ট বাংলাদেশ সময় রাত ১টায়। পিএসজি কোচ থমাস তুখল আর লাইপজিগের জুলিয়েন নাগেলসম্যান পূর্বপরিচিত। নাগেলসম্যানের কোচিংয়ে একরকম হাতেখড়িই হয়েছিল তুখলকে দিয়ে। প্রথম সেমিফাইনালে দেখা হবে এই দুইজনের। নেইমার তার আরাধ্য স্বপ্ন পূরনের পথে আরেক ধাপ এগুতে পারবেন কি না সেটা জানা যাবে এই দুইজনের ডাগ আউটের লড়াইয়ে।
দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনাকে ৮-২ গোলে উড়িয়ে দেওয়া বায়ার্ন মিউনিখ খেলবে ম্যান সিটি ও জুভেন্টাসকে ছিটকে দেওয়া লিওঁর বিপক্ষে। দুইদল ২০০৯-১০ মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। ২০ তারিখ রাত ১.০০টায় হবে দ্বিতীয় সেমিফাইনাল। এরপর ২৪ তারিখ রাতে হবে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।