• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    লিগ শুরুর আগে ধকল কাটানোর সুযোগ পেল পিএসজি

    লিগ শুরুর আগে ধকল কাটানোর সুযোগ পেল পিএসজি    

    ফ্রেঞ্চ লিগ আঁর নতুন মৌসুম শুরু হয়ে এক রাউন্ড খেলাও হয়ে গেছে। ২৯ আগস্ট, শনিবার নতুন মৌসুমের প্রথম ম্যাচে লঁসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পিএসজির। তবে ক্লাবটির আবেদনের প্রেক্ষিতে আপাতত কিছুদিন ছুটি মিলছে নেইমার-এমবাপেদের।


    আন্তজার্তিক বিরতির পর পর্যন্ত পিছিয়ে নেওয়া হয়েছে পিএসজির প্রথম ম্যাচে। সেপ্টেম্বরের ১০ তারিখ লঁসের বিপক্ষে মাঠে নামবে লিগ আঁ চ্যাম্পিয়নরা।   

    গেল মৌসুমে স্থগিত হওয়ার পর ইউরোপের শীর্ষ লিগগুলোর ভেতর কেবল ফ্রান্সেই আর নতুন করে খেলা শুরু হয়নি। লিগ স্থগিতের সময় পিএসজি এগিয়ে থাকায় তাদেরকেই চ্যাম্পিয়নস ঘোষণা করা হয়। এরপর জুনে দুইটি ঘরোয়া টুর্নামেন্টের ফাইনাল খেলে লিসবনে চ্যাম্পিয়নস লিগের মিনি  টুর্নামেন্ট খেলতে গিয়েচিল থমাস তুখলের দল। ১২ দিনের ব্যবধানে তিন ম্যাচ খেলার পর ধকল কাটাতে তাই কিছুটা সময় মিলছে পিএসজির।