বাবার ক্যান্সারের জন্য ক্রিকেটে মন দিতে পারেননি স্টোকস
ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসের বাবা স্টোকস সিনিয়র। আর সেজন্যই পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ডের প্রথম টেস্টের পরই দল থেকে পারিবারিক কারণ দেখিয়ে দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন স্টোকস। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তখন তার দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার নির্দিষ্ট কারণ জানায়নি। তবে সম্প্রতি নিউজিল্যান্ড হেরাল্ডে প্রকাশিত স্টোকসের বাবার এক সাক্ষাৎকারে জানা গেছে তিনি ক্যান্সারে ভুগছেন। আর সেজন্যই স্টোকস তার পরিবারকে সময় দিতে নিউজিল্যান্ডে গিয়েছেন।
উইকেন্ড হেরাল্ডের সঙ্গে সাক্ষাৎকারে স্টোকস বলেছেন, “আমি প্রায় এক সপ্তাহ ঘুমাতে পারিনি। আমি কোনোভাবেই এটায় (টেস্ট সিরিজে) মনোযোগ দিতে পারছিলাম না। আর মনস্তাত্ত্বিক জায়গা থেকে দল ছেড়ে আসাটাই সঠিক সিদ্ধান্ত ছিল।”
স্টোকসের বাবা স্টোকস সিনিয়র নিউজিল্যান্ডের সাবেক রাগবি খেলোয়াড়। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের বক্সিং ডে টেস্টের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য তখন তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। নিউজিল্যান্ডে এসে আরও পরীক্ষা-নিরীক্ষার পর তার ব্রেইন ক্যান্সার ধরা পড়ে।
বাবার বিষয়ে বলতে গিয়ে গলা ধরে আসে স্টোকসের, “তিনি সবসময় আমার ব্যাপারে কঠোর ছিলেন। তবে বয়স বাড়ার সাথে বুঝতে পেরেছি, তিনি সেটা আমার ভালোর জন্যই করতেন। কারণ তিনি জানতেন আমি পেশাদার ক্রীড়াবিদ হতে চাই। আর আমি যখন ক্রিকেট খেলা শুরু করি, তিনি তখন সে ভাবনাটি আমার মাঝে গেঁথে দেন।”