• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    টি-টোয়েন্টিতে একই দিনে ফিফটির পর সেঞ্চুরি বেলজিয়াম অধিনায়কের

    টি-টোয়েন্টিতে একই দিনে ফিফটির পর সেঞ্চুরি বেলজিয়াম অধিনায়কের    

    ক্রিকেটে বেলজিয়াম সুপরিচিত নয়। তবে শনিবার দেশটির ক্রিকেট দলের অধিনায়ক শাহরিয়ার বাট এক অনন্য কীর্তি গড়েছেন। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে একই দিনে দুই ম্যাচে ফিফটি এবং সেঞ্চুরি করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্যাটসম্যান।


    প্রথমে লুক্সেমবার্গের বিপক্ষে ৪৫ বলে অপরাজিত ৮১ রান করেছেন শাহরিয়ার। আর তারপরই  চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলতে নেমে ৫০ বলে করেছেন অপরাজিত ১২৫ রান। আর এই দুই ইনিংসের সুবাদে তার টি-টোয়েন্টি ব্যাটিং গড় এখন ১৩২। দুটি ম্যাচেই জয় পেয়েছে তার দল।

    টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে একদিনে দুই ফিফটির রেকর্ড করেছিলেন আফগানিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। টি-টোয়েন্টিতে একদিনে দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে খেলা প্রথম ব্যাটসম্যান ছিলেন তিনি। আর তার রেকর্ডকে গুঁড়িয়ে দিয়েই ইতিহাস গড়েছেন শাহরিয়ার বাট।