করোনাভাইরাসে আক্রান্ত নেইমারও
আনহেল ডি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেসের পর নেইমারও আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। আগেরদিন ইএসপিএনের যে সূত্র প্রথম দুইজনের করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছিল, তারাই নেইমারের আক্রান্ত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে। নেইমারের অবশ্য কোনো উপসর্গ নেই। আপাতত তিনি আইসোলেশনে আছেন।
করোনায় আক্রান্ত হওয়ায় নেইমার এখন লিগ আঁ-তে পিএসজির প্রথ দুই ম্যাচ মিস করবেন। পিএসজি ১০ সেপ্টেম্বর লঁস ও ১৩ সেপ্টেম্বর মার্শেইয়ের বিপক্ষে খেলবে লিগের প্রথম দুই ম্যাচ। লিগ আঁ-র নিয়ম অনুযায়ী কোনো দলের ৪ জন একসঙ্গে করোনায় আক্রান্ত হলে বাতিল হবে তাদের পরবর্তী ম্যাচ।
ধারণা করা হচ্ছে ডি মারিয়া, পারেদেসের, নেইমার- সবাই একসঙ্গেই আক্রান্ত হয়েছেন। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর এই তিনজনের সবাই স্পেনের ইবিজাতে ছুটি কাটাতে গিয়েছিলেন। তাদের সঙ্গে ছিলেন কেইলর নাভাস, মাউরো ইকার্দি ও অ্যান্ডার হেরেরাও। নেইমার অবশ্য ঘুরতে গিয়েছিলেন বাবা ও নিজের ছেলেকে নিয়ে। সেখানেই বাকিদের সঙ্গে দেখা হয়েছিল তাদের।