দুই বছর পর মাঠে নেমে মাত্র ২৮ মিনিট টিকলেন রোবেন
শৈশবের ক্লাবে ফিরে মাত্র ২৮ মিনিট খেলতে পারলেন আরয়েন রোবেন। বায়ার্ন মিউনিখ থেকে অবসরের পর শৈশবের ক্লাব এফসি গ্রোনিঙ্গেনে ফিরেছিলেন তিনি। কিংব্দন্তির ফেরা নিয়ে সমর্থকদের উত্তেজনা ছিল তুঙ্গে। তাকে স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুনে পুরো মাঠ সেজে উঠেছিল। ডাচ লিগ এরেডিভিসিতে আংশিকভাবে সমর্থকরা মাঠে প্রবেশের অনুমতি পেয়েছেন, তাই হাজার ছয়েক দর্শক তাকে স্বাগত জানাতে তৈরি ছিলেন গ্যালারিতে। কিন্তু এত উৎসাহ-উদ্দীপনায় ভাঁটা পড়েছে ম্যাচের ২৮ মিনিটে চোটগ্রস্ত হয়ে রোবেন মাঠ ছাড়ায়।
৩৬ বছর বয়সী রোবেন গত বছরের জুলাইতে ফুটবলকে বিদায় বলেছিলেন। তবে শৈশবের ক্লাবকে বিপদের সময় সাহায্য করতে অবসর ভেঙে আবারও মাঠে ফিরেছিলেন। তবে সেই ফেরাটা বাধাগ্রস্ত হল চোটের কারণে।
আর তার দল গ্রোনিঙ্গেনের দিনটিও ভালো যায়নি। পিএসভি আইন্দোভেনের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে হেরে গেছে তারা।
দীর্ঘ ক্যারিয়ারে বায়ার্ন মিউনিখ, চেলসি, রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন রোবেন। ডাচ জাতীয় দলের হয়েও ২০১০ বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন তিনি।