মারা গেলেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার এএসএম ফারুক
মারা গেছেন সাবেক জাতীয় ক্রিকেটার আবু শরিফ মোহাম্মদ ফারুক (এএসএম ফারুক)। বুধবার ঢাকায় ‘কার্ডিয়াক অ্যারেস্ট’-এ ৭৫ বছর বয়সে মৃত্যু হয়েছে তার।
১৯৭৬ সালে এমসিসির বাংলাদেশে সফরে নর্থ জোন, ইস্ট জোন, সাউথ জোন ও বাংলাদেশ নামের চারটি দল খেলেছিল, প্রতিটিতেই ছিলেন ফারুক। স্বাধীনতার পর এমসিসির সেই সফর ছিল বাংলাদেশে প্রথম কোনও বিদেশী দলের আগমন।
এরপর ১৯৭৭-৭৮ মৌসুমে শ্রীলঙ্কা এসেছিল বাংলাদেশ সফরে, সেবারও জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি।
খেলা ছাড়ার পর প্রশাসক, ম্যানেজার, নির্বাচকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন তিনি, ২০১৬ সালে অ-১৯ বিশ্বকাপেও বাংলাদেশ দলের একই দায়িত্ব পালন করেছিলেন।
২০০৭ সালে বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, এরপর বর্তমান বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের টেকনিক্যাল কমিটির সদস্য ছিলেন। এছাড়াও ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে এশিয়া একাদশের নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি।