• ফুটবল, অন্যান্য
  • " />

     

    আগুয়েরো-ডি মারিয়াকে ছাড়া আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড

    আগুয়েরো-ডি মারিয়াকে ছাড়া আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড    

    অক্টোবরে ইকুয়েডর এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে আর্জেন্টিনার। সেজন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। নিষেধাজ্ঞা কাটিয়ে লিওনেল মেসি রয়েছেন দলে, তবে তার দীর্ঘদিনের সতীর্থ সার্জিও আগুয়েরো এবং আনহেল ডি মারিয়াডের সুযোগ হয়নি প্রাথমিক দলেও। আগুয়েরোকে চোটের জন্য প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে সেজন্যই দলে নেই তিনি। এছাড়া করোনামুক্ত হয়ে পিএসজির দলে ফিরলেও আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা হয়নি ডি মারিয়ার। আর গত মৌসুমের শেষভাগে আর্সেনালের হয়ে ভালো পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।

    গত বছরের নভেম্বরের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেনি আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্ব দিয়েই আবারও মাঠে নামবে দলটি। ৮ অক্টোবর ইকুয়েডর এবং ১৩ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবেন মেসিরা।

    ৩০-সদস্যের প্রাথমিক আর্জেন্টিনা স্কোয়াড

    গোলরক্ষক

    এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা)

    হুয়ান মুসো (উদিনেসে)

    অগুস্তিন মার্চেসিন (পোর্তো)

    এস্তেবান আনদ্রাদা (বোকা জুনিয়র্স)

    ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)

    ডিফেন্ডার

    নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি)

    হুয়ান ফয়েথ (টটেনহাম হটস্পার)

    জেরমান পেৎসেয়া (ফিওরেন্তিনা)

    লুকাস মার্তিনেস কার্তা (রিভার প্লেট)

    রেনসো সারাভিয়া (ইন্তারনাসিওনাল)

    লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্শেই)

    গনসালো মন্তিয়েল (রিভার প্লেট)

    নেহুয়েন পেরেস (আতলেতিকো মাদ্রিদ)

    ওয়াল্টার কানেমান (গ্রেমিও)

    নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স)

    মার্কাস আকুনিয়া (স্পোর্তিং লিসবন)

    ফাকুন্দো মেদিনা (লাঁস)

    মিডফিল্ডার

    লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি)

    জিওভান্নি লো সেলসো (টটেনহাম হটস্পার)

    রদ্রিগো দে পল (উদিনেসে)

    এদুয়ার্দো সালভিও (বোকা জুনিয়র্স)

    গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস)

    এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন)

    নিকোলাস ডমিঙ্গেজ (বোলোনিয়া)

    অ্যালেক্সিস ম্যাকআলিস্টার (ব্রাইটন)

    মাতিয়াস জারাচো (রেসিং ক্লাব)

    ফরোয়ার্ড

    লিওনেল মেসি (বার্সেলোনা)

    পাওলো দিবালা (জুভেন্টাস)

    লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান)

    আলেহান্দ্রো গোমেজ (আতালান্তা)

    লুকাস ওকাম্পোস (সেভিয়া)

    হোয়াকিন কোরেয়া (লাৎসিও)

    ক্রিশ্চিয়ান পাভন (এলএ গ্যালাক্সি)

    লুকাস আলারিও (বায়ার লেভারকুসেন)

    জিওভান্নি সিমিওনে (ক্যালিয়ারি)

    নিকোলাস গঞ্জালেজ (স্টুটগার্ট)