মার্চে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ
চূড়ান্ত হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। সামনের মার্চে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। ১৩ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ, টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে ২৮ মার্চ।
আগের সূচি অনুযায়ী এই সিরিজে বাংলাদেশের শুধু টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে মেয়েদের বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় বাড়তি একটা ওয়ানডে সিরিজ খেলার জন্য সময় ফাঁকা পেয়েছে বাংলাদেশ। ১৩ মার্চ ডানেডিনে সেই ওয়ানডে দিয়েই শুরু হচ্ছে সিরিজ। ১৩, ১৭ ও ২০ মার্চ তিনটি ওয়ানডে হবে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে। এই সিরিজ দিয়ে সেই ক্রাইস্টচার্চে আবার খেলতে যাচ্ছে বাংলাদেশ।এরপর ২৩, ২৬ ও ২৮ মার্চ তিনটি টি-টোয়েন্টি হবে নেপিয়ের, অকল্যান্ড ও হ্যামিল্টনে।
বাংলাদেশের সঙ্গে সিরিজের আগে নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সাথেও হোম সিরিজ খেলার কথা নিউজিল্যান্ডের। আর বাংলাদেশের শ্রীলংকা সফর স্থগিত হয়ে যাওয়ায় কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হবে, সেটা এখনো অনিশ্চিত।