চ্যাম্পিয়নস লিগ ড্র : গ্রুপ পর্বে দেখা হয়ে যাচ্ছে রোনালদো-মেসির
চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে দেখা হয়ে যাচ্ছে জুভেন্টাস ও বার্সেলোনার। গ্রুপ 'জি' তে একই সঙ্গে পড়েছে দুইদল। অর্থাৎ, ২০১১ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগে দেখা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। গ্রুপপর্বে এই দুইজনের দেখা হচ্ছে প্রথমবারের মতো। চ্যাম্পিয়নস লিগে এই দুইজন একে অপরের বিপক্ষে খেলেছেন ৫ বার। এর ভেতর ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছেন একবার। মেসির বার্সেলোনা জিতেছে ২ বার, আর ড্র হয়েছে ২ বার।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের জন্য অবশ্য অপেক্ষা করছে দারুণ পরীক্ষা। আটালান্টা ও আয়াক্সের সঙ্গে একই গ্রুপে পড়েছে ইউর্গেন ক্লপের দল। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ সঙ্গে পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। আর গ্রুপ 'বি'-তে রিয়াল মাদ্রিদের সঙ্গী ইন্টার মিলান।
গ্রুপ এ : বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, সালজবুর্গ, লোকোমোটিভ মস্কো
গ্রুপ বি : রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেতস্ক, ইন্টার মিলান, মনশেনগ্লাডবাখ
গ্রুপ সি : পোর্তো, ম্যান সিটি, অলিম্পিয়াকোস, মার্শেই,
গ্রুপ ডি : লিভারপুল, আয়াক্স, আটালান্টা, মিদজিলান্ড
গ্রুপ ই : সেভিয়া, চেলসি, ক্রাসনোডার, রেনে
গ্রুপ এফ : জেনিট, বরুশিয়া ডর্টমুন্ড, লাৎসিও, ক্লাব ব্রুজ
গ্রুপ জি : জুভেন্টাস, বার্সেলোনা, ডিনামো কিয়েভ, ফেরেন্সভারোস
গ্রুপ এইচ : পিএসজি, ম্যান ইউনাইটেড, লাইপজিগ, ইস্তাম্বুল বাসেকসাহির