বিচিত্র ফেস শিল্ড নিয়ে সমালোচনার জবাব দিলেন ম্যারাডোনা
করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য ডাগআউটে কোচ বা বদলি খেলোয়াড়দের মুখে মাস্ক এখন নিয়মিত দৃশ্য। তবে আর্জেন্টাইন কিংবদন্তি এবং জিমনাসিয়া লা প্লাতা কোচ ডিয়েগো ম্যারাডোনা বুধবার তার দলের ম্যাচ চলার সময় ডাগআউটে মাস্ক পরেননি, বরং অদ্ভুত দর্শন এক ফেস শিল্ড পরেছিলেন। আর সেটি দেখেই ইন্টারনেটে হাসির রোল পড়ে যায়। ম্যারাডোনার সেই ফেস শিল্ডকে অনেকেই নভোচারীদের ফেস শিল্ডের তুলনা দেন। হলিউডের অ্যানিমেশন চলচ্চিত্র ‘টয় স্টোরি’র বিখ্যাত চরিত্র বাজ লাইটইয়ারের ফেস শিল্ডের সঙ্গেও সেটির তুলনা শুরু করেন অনেকে।
তার সেই ফেস শিল্ড নিয়ে ইন্টারনেটে হাস্যরসের বিষয়টিকে মোটেও সহজভাবে নেননি ম্যারাডোনা। বরং ইনস্টাগ্রামে সেই ফেস শিল্ডসহ একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আমার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি আজ বাসা এই মাস্ক পরে বেরিয়েছিলাম। অনেক চিকিৎসকও এই মাস্ক ব্যবহার করছেন। করোনায় যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা এবং নিজের দায়িত্বশীলতার জায়গা থেকেই এই মাস্ক পরেছিলাম। আর এর ফলে কিছু সাংবাদিক, প্রাপ্তবয়স্ক লোকজন এবং শিশুরা আমাকে নিয়ে মজা করেছে।”
“নিজের যত্ন না নিলেও ওই সাংবাদিকেরা আপনার সমালোচনা করবে, আর যত্ন নিলেও করবে। তারা আমাকে নিয়ে হাসিঠাট্টা করছে ঠিকই, তবে যখন তারাই করোনা মৃতের সংখ্যা প্রকাশ করে, তখনই আসল চেহারাটা বেরিয়ে যায়।”
করোনায় ধুঁকছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। দেশটিতে এখন পর্যন্ত সাড়ে সাত লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন প্রায় ১৭ হাজার মানুষ।