• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মহামারীর সময়ে খরচ কমাতে ক্লাব মাস্কটকে ছেড়ে দিচ্ছে আর্সেনাল

    মহামারীর সময়ে খরচ কমাতে ক্লাব মাস্কটকে ছেড়ে দিচ্ছে আর্সেনাল    

    করোনাভাইরাসের শিকার হল আর্সেনালের মাস্কট ‘গানারসরাস।’ গত আগস্টে মহামারীর এই সময়ে খরচ কমাতে ক্লাবের বেশকিছু ‘অপ্রয়োজনীয়’ পদ বিলুপ্ত করার ঘোষণা দিয়েছিল আর্সেনাল, এইরকম ৫৫ টি পদকে তালিকাভুক্ত করেছিল। সেই ধারাতেই এবার ক্লাব মাস্কটকেও ছেড়ে দিল তারা।


    ১৯৯৩ সাল থেকে আর্সেনালের সব হোম ম্যাচে এই মাস্কট মাঠে থাকত। জেরি কুই নামের এক ব্যক্তি বন্ধুত্বপূর্ণ সবুজ ডাইনোসর ‘গানারসরাস’ সেজে দর্শকদের বিনোদন দিতেন। যদিও অ্যাথলেটিকের সূত্রমতে, একেবারে চূড়ান্তভাবে এই মাস্কটকে সরিয়ে দেওয়া হচ্ছে না। বরং এই কঠিন সময়ের জন্যই মাস্কটটিকে বিদায় দিচ্ছে তারা। পরবর্তীতে আবারও এটিকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে তাদের।

    আর্সেনাল সমর্থকদের মাঝে অত্যন্ত জনপ্রিয় এই মাস্কটের বিলুপ্তির খবর প্রকাশের পো থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকরা হতাশা প্রকাশ করেছেন। সমর্থকরা নিজেরাই মাস্কটের অর্থায়নের জন্য একটি ‘গো ফান্ড মি’ ক্যাম্পেইনও চালু করেছেন।