• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    সড়ক দুর্ঘটনায় চলে গেলেন আফগান ব্যাটসম্যান তারাকাই

    সড়ক দুর্ঘটনায় চলে গেলেন আফগান ব্যাটসম্যান তারাকাই    

     

    মারাত্মক এক সড়পক দুর্ঘটনার পর সংকটাপন্ন অবস্থায় ছিলেন গত তিন দিন। কিন্তু শেষ পর্যন্ত চিরতরে চলে যেতে হলো আফগান টপ অর্ডার ব্যাটসম্যান নাজিব তারাকাই। আফগান বোর্ডের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন এই খবর।

    গত ২ অক্টোবর নাঙ্গারহারে এক গুরুতর সড়ক দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় ছিলেন তারাকাই। কাবুলে বা বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু শারীরিক অবস্থা সেরকম না হওয়ায় নাঙ্গারহারেই চিকিৎসা চলছিল। সেখান থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।

    গত মাসেই আফগানিস্তানের ঘরোয়া শাপেগিজা প্রিমিয়ার লিগে খেলেছিলেন, মির আইনাক নাইটসের হয়ে শেষ ম্যাচে করেছিলেন ৩২। সব মিলে দেশের হয়ে ১২টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলেছেন তারাকাই। ২০১৪ সালে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হয়েছিল তার। সর্বশেষ দেশের হয়ে খেলেছিলেন বাংলাদেশের মাটিতেই, গত বছর আফগানিস্তানের সফরে। একটি মাত্র ওয়ানডে খেলেছেন ২০১৭ সালে, আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সর্বোচ্চ স্কোরও সেই সময় করা।

    ২৪টি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন তারাকাই, ছয়টি সেঞ্চুরি ও দশটি হাফ সেঞ্চুরিসহ ৪৭.২ গড়ে করেছেন ২০৩০ রান।