• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    এমসিজিতে ল্যাপ অফ অনারের মাধ্যমে বিদায় জানানো হল ডিন জোন্সকে

    এমসিজিতে ল্যাপ অফ অনারের মাধ্যমে বিদায় জানানো হল ডিন জোন্সকে    

    প্রয়াত ক্রিকেটার ডিন জোন্সকে মেলবোন ক্রিকেট গ্রাউন্ডে ল্যাপ অফ অনারের মাধ্যমে বিদায় জানাল অস্ট্রেলিয়ান ক্রিকেট। দেশটির ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে করোনাভাইরাসের কারণে লকডাউন বলবত থাকায় ফাঁকা মাঠেই ল্যাপ অফ অনার দেওয়া হয়েছে। মাঠে তার লাশবাহী গাড়ির সঙ্গে পরিবারের মাত্র দশ সদস্য উপস্থিত ছিলেন।


    গত ২৪ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই ক্রিকেটার এবং ধারাভাষ্যকার। তার মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে আসে। ভারত থেকে লাশ অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার পর এমসিজিতে এই ল্যাপ অফ অনারের মাধ্যমে তাকে বিদায় জানানো হল তাকে। এমসিজিতে ছয়টি আন্তর্জাতিক টেস্ট এবং অসংখ্য ঘরোয়া ম্যাচ খেলেছিলেন তিনি।

    ল্যাপ অফ অনারের সময় স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে পপ তারকা এবং জোন্সের বন্ধু এল্টন জন ও আইএনএক্সএসের গান বাজানো হচ্ছিল। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে জোন্সের জন্য শোকসভা আয়োজন করা হবে বলে জানিয়েছে তার পরিবার।