করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে পানেনকার জনক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চেক ফুটবল কিংবদন্তি এবং ‘পানেনকা’ শটের জনক আন্টোনিন পানেনকা। তার অবস্থার অবনতি হওয়ার পর বর্তমানে চেক প্রজাতন্ত্রের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন তিনি।
চেক ক্লাব বোহেমিয়ানস প্রাহা এক টুইটে ক্লাবটির সাবেক খেলোয়াড় এবং অবৈতনিক সভাপতি পানেনকার স্বাস্থ্যের ব্যাপারে জানিয়েছে। শুরুতে ঠিক কী অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন সেটা জানানো না হলেও পরবর্তীতে ক্লাবটি তার করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।
৭১ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি ১৯৭৬ সালের ইউরোতে চেকোস্লোভাকিয়ার হয়ে পশ্চিম জার্মানির বিপক্ষে খেলার সময় প্রথম যুগান্তকারী এক পদ্ধতিতে শট করে পেনাল্টি থেকে গোল করেন। পরবর্তীতে সেই শটের নাম তার নামেই রাখা হয়।
১৯৭৬ ইউরোর ফাইনালে টাইব্রেকারে পঞ্চম শটটি নিতে গিয়েছিলেন পানেনকা। তিনি গোল করলেই শিরোপা জয় করবে চেকোস্লোভাকিয়া। এমন সমীকরণ সামনে রেখেই তখন অদ্ভুত ধরনের এক স্পটকিকে জার্মান গোলরক্ষক সেপ মায়ারকে পরাস্ত করেন তিনি। মায়ার তার রানআপ দেখে ভেবেছিলেন তার বাম দিকে শট নেবেন পানেনকা। তবে তিনি মাঝ বরাবর লুপিং শটে বল জালে পাঠান।
পরবর্তীতে এক সাক্ষাৎকারে পানেনকা বলেছিলেন, “আমি দুই বছর ধরে এটা অনুশীলন করছিলাম। আমি সবসময়ই গোলরক্ষকরা ডানে-বায়ে ঝাপ দেয়, তাই আমি ভাবলাম বল মাঝ বরাবর জালে পাঠানোর আইডিয়াটা খারাপ না।”