রেফারিকে আক্রমণ করে আট বছর নিষিদ্ধ জার্মান গোলরক্ষক
রেফারিকে ‘আক্রমণ’ করে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এক জার্মান গোলরক্ষক। জার্মানির লোয়ার লিগে সিএসভি ম্যারাথন ক্লাবের গোলরক্ষক সামেতকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে স্থানীয় ফুটবল অ্যাসোসিয়েশন।
এসভি ওপ্পামের বিপক্ষে ম্যাচে ৮০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল সিএসভি। তখনই রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে সমতায় আসে ওপ্পাম। আর রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে সেই গোলরক্ষক পেছন থেকে রেফারির ওপর ঝাঁপিয়ে পড়েন।
সেই ঘটনার পর ম্যাচ বাতিল হয়ে যায়। আর লিগের পক্ষ থেকে সিএসভিকে নির্দেশনা দেওয়া হয় যাতে ওই গোলরক্ষককে ক্লাব প্রাঙ্গণে প্রবেশ না করতে দেওয়া হয়। আইনি কারণে তাকে তখনই ক্লাব থেকে বহিষ্কার করা যায়নি।
সিএসভির ম্যানেজার সেই ঘটনার পরই বলেছিলেন, “তার মতো খেলোয়াড়দের সিএসভি আর কোনো সুযোগ দেবে না।”
ক্লাব তার জন্য আরও বড় শাস্তি চেয়েছিল, তবে শেষ পর্যন্ত স্থানীয় ফুটবল অ্যাসোসিয়েশন তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে। এছাড়া রেফারিকে আক্রমণের কারণে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রমও চলছে।