হার্ট অ্যাটাকের পর প্রথম মরিনহোই আমার খোঁজ নিয়েছিলেন : ক্যাসিয়াস
নিজের অধীনে খেলা সাবেক খেলোয়াড়দের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রাখার খ্যাতি আছে জোসে মরিনহোর। এবার সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক ইকার ক্যাসিয়াসও সেই কথার সাক্ষ্য দিলেন। গত বছরের মে-তে হার্ট অ্যাটাকের পর ফুটবল সংশ্লিষ্টদের মাঝে মরিনহো-ই প্রথম তার খোঁজখবর করেছিলেন বলে ইএসপিএনের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ক্যাসিয়াস।
যদিও মাদ্রিদে থাকাকালীন মরিনহো এবং ক্যাসিয়াসের সম্পর্ক অনেক খারাপ অবস্থায় চলে গিয়েছিল। একসময় মরিনহো কিংবদন্তি গোলরক্ষক ক্যাসিয়াসকে বাদ দিয়ে ডিয়েগো লোপেজকে মাদ্রিদের গোলে খেলিয়েছেন। তবে গত কয়েক বছরে এই দুজন সেই অধ্যায়কে পেছনে ঠেলে নতুনভাবে সৌহার্দ্যমূলক সম্পর্ক গড়ে তুলেছেন।
হার্ট অ্যাটাকের পর প্রথম মরিনহোর ফোনকল নিয়ে সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেন ক্যাসিয়াস, “আগে কারও সাথে আপনার দূরত্ব থাকলেও সেটা সময়ের সাথে বদলে যেতে পারে। অনেকেই হয়ত জানে না যে, আমার হার্ট অ্যাটাক এবং আমার স্ত্রীর অসুস্থতার (ক্যাসিয়াসের হার্ট অ্যাটাকের তিন সপ্তাহ পর ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হন তার স্ত্রী) পর মরিনহোই প্রথম আমাদের খোঁজ নিয়েছিলেন।”
ক্যাসিয়াস এবং তার স্ত্রী দুজনেই এখন সুস্থ। গত আগস্টে ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলেছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্যাসিয়াস।