ইউরোপিয়ান গোল্ডেন বয় ২০২০ এর চূড়ান্ত তালিকায় আছেন কারা?
ইউরোপিয়ান গোল্ডেন বয় ২০২০-এর চূড়ান্ত তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ইতালিয়ান পত্রিকা তুত্তোস্পোর্ত। ইউরোপিয়ান গোল্ডেন বয়ের এই তালিকায় জায়গা পেয়েছেন ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় ২০ তরুণ ফুটবলার। ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এবারের গোল্ডেন বয় পুরস্কার জয়ীর নাম ঘোষণা করবে তুত্তোস্পোর্ত।
তালিকায় দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ থেকে দুজন করে জায়গা পেয়েছেন। বার্সেলোনার একাডেমী থেকে উঠে আসা আনসু ফাতি এবং আয়াক্স থেকে কিছুদিন আগে দলে আসা সার্জিনো ডেস্ট তালিকায় জায়গা করে নিয়েছেন। আর রিয়ালের আক্রমণভাগের দুই তরুণ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর নাম এসেছে তালিকায়। অবশ্য বরুশিয়া ডর্টমুন্ডের দুই তরুণ এরলিং হরলান্ড বা জেডন সানচোর কারো হাতেই পুরস্কার উঠতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
পূর্ণাঙ্গ তালিকা
মিচেল বাক্কের - পিএসজি
এদুয়ার্দো কামাভিঙ্গা - রেনে
জোনাথান ডেভিড - লিল
আলফনসো ডেভিস - বায়ার্ন মিউনিখ
সার্জিনো ডেস্ট - বার্সেলোনা
ফাবিও সিলভা - উলভস
আনসু ফাতি - বার্সেলোনা
ফিল ফোডেন - ম্যান সিটি
রায়ান গ্রেভেনবের্চ - আয়াক্স
ম্যাসন গ্রিনউড - ম্যান ইউনাইটেড
এরলিং হরলান্ড - বরুশিয়া ডর্টমুন্ড
ক্যালাম হাডসন-অডয় - চেলসি
দেয়ান কুলুসেভস্কি - জুভেন্টাস
রদ্রিগো - রিয়াল মাদ্রিদ
বুকায়ো সাকা - আর্সেনাল
জেডন সানচো - বরুশিয়া ডর্টমুন্ড
দমিনিক জবসলাই - সালজবুর্গ
সান্দ্রো তোনালি - এসি মিলান
ফেরান তোরেস - ম্যান সিটি
ভিনিসিয়াস জুনিয়র - রিয়াল মাদ্রিদ