ভ্যান ডাইককে করা চ্যালেঞ্জের জন্য শাস্তি পাচ্ছেন না পিকফোর্ড
লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইককে করা চ্যালেঞ্জের জন্য কোনো শাস্তি পাচ্ছেন না জর্ডান পিকফোর্ড। এফএ জানিয়েছে রেফারিরা মাঠে দেখে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই বহাল থাকবে।
মার্সেসাইড ডার্বিতে প্রথমার্ধেই ভ্যান ডাইককে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ্যটাকল করেন এভারটন গোলরক্ষক পিকফোর্ড। করার পরেই ভ্যান ডাইক লুটিয়ে পরেন, একটু পরেই তাকে মাঠ ছেড়ে যেতে হয়। তখনই বোঝা যাচ্ছিল, আঘাত গুরুতর। কাল নিশ্চিত হয়েছে, ভ্যান ডাইকের এন্টেরিওর ক্রুশাল লিগামেন্টে অস্ত্রোপচার দরকার হবে। এসিএলের এই চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে লিভারপুল ডিফেন্ডারকে। এমনকি শেষ হয়ে যেতে পারে এই মৌসুমও।
কিন্তু ওই ফাউল করার সময় পিকফোর্ডকে সঙ্গে সঙ্গে কার্ড দেখাননি রেফারি। সে সময় অফসাইডের সিদ্ধান্ত হওয়ায় সেটা ফাউল হিসেবেই বিবেচনা করা হয়নি। ভিএআর থেকেও কোনো সিদ্ধান্ত আসেনি। কিন্তু ম্যাচ শেষে সেটি নিয়ে শুরু হয় আলোচনা। বেশির ভাগ বিশ্লেষকদের মতে, ভিএআর থেকে পিকফোর্ডকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত আসা উচিত ছিল। এরপরেই লিভারপুল জানিয়েছিল, তারা এই সিদ্ধান্ত বিবেচনার জন্য আপিল করবে।
কিন্তু আজ এফএ জানিয়েছে, পিকফোর্ডকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না। রেফারি ও ভিএআরের পক্ষ থেকে ওই ঘটনা ভালোমতো দেখা হয়েছে। তাই মাঠের সিদ্ধান্তই বহাল থাকছে বলে জানিয়েছে এফএ।