সাকিবও চেয়েছিলেন, মেসি বার্সা ছেড়ে যাক
সাকিব আল হাসান লিওনেল মেসির ভক্ত অনেক আগে থেকেই। শুধু ভক্ত নন, অনেক বড় ভক্ত। শুধু মেসির জন্যই বার্সা সমর্থন করেছেন, বলেছেন এমনও। এই বছর মেসির বার্সায় থাকা নিয়ে যে হুলুস্থুল হলো, সেটাও খুব মনযোগ দিয়ে দেখেছেন। সাকিব এবার বললেন, তিনি চেয়েছিলেন মেসি যেন বার্সা ছেড়ে নতুন চ্যালেঞ্জের জন্য পিএসজি বা ম্যান সিটিতে যান।
নিষেধাজ্ঞা শেষে ফিরে আসার পর ইউটিউবে ভক্তও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। সেখানে প্রশ্ন ছিল মেসিকে নিয়েও। এক ভক্ত প্রশ্ন করেছিলেন মেসিকে নিয়েও। সাকিবের উত্তর, 'সত্যি বলতে কী আমিও চেয়েছিলাম মেসি চলে যাক। ম্যান সিটিতে বা পিএসজিতে যাক। আমার ধারণা ওই দুই জায়গায় গেলে সে অনেক ভালোভাবে ও ফ্রিলি খেলতে পারত। যেহেতু ওর ক্যারিয়ারের একদম শেষ সময়। এই বছর বা পরের বছর ভালোভাবে উপভোগ করতে পারত। যেটা হয়তো বার্সেলোনাতে ওর জন্য সম্ভব হয় না, কারণ গত তিন চার বছর ধরে ওর ওপর অনেক চাপ।'
যাওয়ার গুঞ্জনটা জোরালো হলেও মেসি শেষ পর্যন্ত বার্সা ছেড়ে যাননি, দুই পক্ষের মধ্যে তিক্ততা না রাখার জন্য আরও এক বছর থেকে গেছেন ন্যু ক্যাম্পেই। সাকিবের আশা, মেসি এই এক বছরে আরও সাফল্য পান, 'এখন যেহেতু সে থেকে গেছে আমি চাইব সে বার্সেলোনাকে শিরোপা জিতিয়ে বের হয়ে যেতে পারে, যদি সে সেটা চায়।'