• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    এক্স ফ্যাক্টর, পাওয়ার সার্জ, বুশ ব্যাস্ট : যেভাবে বদলে যাচ্ছে বিগব্যাশ

    এক্স ফ্যাক্টর, পাওয়ার সার্জ, বুশ ব্যাস্ট : যেভাবে বদলে যাচ্ছে বিগব্যাশ    

    পাওয়ার সার্জ, এক্স ফ্যাক্টর ও ব্যাশ বুস্ট নামে তিনটি নতুন নিয়ম চালু করছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগব্যাশ। টুর্নামেন্টের ১০ম আসর সামনে, সেখানেই দেখা যাবে এ তিনটি নতুন নিয়ম। পাওয়ারপ্লে, সুপার-সাবের একটা সংস্করণ, এবং পয়েন্ট পদ্ধতি-- তিনটি ক্ষেত্রে পরিবর্তন আনছে তারা। এছাড়া এবার থেকে একাদশে তিনজন করে বিদেশী ক্রিকেটার খেলানো যাবে, সে নিয়ম চালু করা হয়েছিল আগে থেকেই। 

    পাওয়ার-সার্জ

    টি-টোয়েন্টির ৬ ওভারের চলিত পাওয়ারপ্লে থাকছে না এখন থেকে সেখানে। ৬ ওভারই পাওয়ারপ্লে হবে, তবে সেটি দুটি অংশে। প্রতি ইনিংসের শুরুতে এখন বাধ্যতামূলক পাওয়ারপ্লে হবে ৪ ওভার। এরপর আসবে বাকি ২ ওভার, যেটিকে বলা হচ্ছে পাওয়া-সার্জ। ব্যাটিং দল ইনিংসের ১১তম ওভার থেকে ইচ্ছামতো নিতে পারবে এই পাওয়ার-সার্জ।  

    এক্স-ফ্যাক্টর 

    ওয়ানডে ক্রিকেটের সুপার সাবের মতো কিছুটা এই ক্রিকেটার বদলির নিয়ম। তবে সুপার সাব যেমন ইনিংসের শুরুতে করতে হতো, সেটি এখানে থাকছে না। ১০ম ওভারে গিয়ে প্রতি দল একজন করে ক্রিকেটারকে বদলাতে পারবে, ম্যাচের আগে টিম শিটের শিটের দ্বাদশ বা ত্রয়োদশ ব্যক্তি থেকে একজনকে দলের প্রয়োজন মতো নামাতে পারবে দলগুলি। তবে শর্ত হচ্ছে, যার বদলি হিসেবে এক্স-ফ্যাক্টরকে নামানো হবে, তিনি তখনও ব্যাটিং করেননি অথবা ১ ওভারের বেশি বোলিং করেননি, হতে হবে এমন।  

    ব্যাশ বুস্ট 

    প্রতি ম্যাচে এখন থেকে প্রতি দলের থাকছে বাড়তি ১ পয়েন্ট করে পাওয়ার সুযোগ। আগে প্রতি ম্যাচে জয়ের জন্য ২ পয়েন্ট করে পেতো দলগুলি, এখন থেকে পাবে ৩। তবে রানতাড়ায় ১০ম ওভারের পর আগের দলের স্কোরের সঙ্গে তুলনায় এগিয়ে থাকলে বাড়তি ১ পয়েন্ট পাওয়ার সুযোগ থাকবে তাদের। তবে রানতাড়ায় যদি ব্যাটিং দল এগিয়ে না থাকে সেই সময়ে, সেই বোনাস পয়েন্ট পাবে ফিল্ডিং দল। এটির নাম দেওয়া হয়েছে ব্যাশ বুস্ট। 


    বিগব্যাশের এসব নিয়মের পেছনে মূল ভূমিকা পালন করেছেন টুর্নামেন্টের প্লেয়ার অ্যাকুইসিশন অ্যান্ড ক্রিকেট কনসালটেন্ট ট্রেন্ট উডহিল। তার মতে, এর মাধ্যমে কোচের ভূমিকা বাড়বে আরও। 

    “এটা কোচদের বাধ্য করবে তারা কী করতে চাচ্ছে সেটি নিয়ে ভাবতে, আমার মনে হয় এটা শক্তিশালি একটা ব্যাপার। এএফএল, এনআরএল, বাস্কেটবল, দ্য এনএফএল, বেসবলে এসব ব্যাপারই দারুণ। এক ওভারের পর ক্রিকেটারকে বদলে ফেলা হচ্ছে, তারা হয়তো সে সময় সেটি মানতে পারছে না, কিন্তু এটা থেকে পালানোর সুযোগ থাকবে না”, ক্রিকইনফোকে বলেছেন উডহিল। 

    “আমি ম্যাচ নিয়েই কথা বলতে চাই, আগে কী হয়েছ বা পরে কী হবে সেসব নয়। এটা এখন কোচ ও অধিনায়কদের বাজিয়ে দেখবে, আপনি তো সেটিই দেখতে চান।”