৬৩ বছর বয়সে চলে গেলেন বাদল রায়
নভেম্বরের মাঝামাঝি সময়ে লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বাদল রায়। এর সপ্তাহখানেক পর সব বাঁধন ছেড়ে চলেই গেলেন বাংলাদেশ ফুটবলের কিংবদন্তী ফুটলার। ৬৩ বছর বয়সে রবিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বাদল রায়। ২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ্য হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সেই ধকল বয়ে নিয়ে বেড়াচ্ছিলেন তিনি। সবশেষ আগস্টে করোনাভাইরাসে আক্রান্ত হন বাদল রায়।
১৯৭৭ সালে মোহামেডানের জার্সিতে অভিষেক হওয়ার পর ক্যারিয়ারের পুরোটা সময়ই মোহামেডানের হয়ে খেলেছেন তিনি। পরে ক্লাবের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন। আমৃত্যু ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিল তার। ২০১৯ সালে ক্যাসিনো কান্ডের পর মোহামেডান পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি। তিন মেয়াদে বাফুফের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর এবারও প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলেন বাদল রায়।