তল্লাশি হয়েছে ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসকের বাসায়
তদন্ত শুরু হয়েছে প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লুকাস লুকের বিরুদ্ধে। এর মধ্যেই পুলিশ হানা দিয়েছে তার বাসভবনে, খানাতল্লাশিও হয়েছে। এখনো অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি, তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনা হতে পারে তার বিরুদ্ধে।
গত বুধবার ৬০ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যান মারা যান ম্যারাডোনা। পরের দিন ম্যারাডোনার আইনজীবি মাতিয়াস মরলা অভিযোগ আনেন, তার চিকিৎসায় অবহেলা হয়েছে। হার্ট অ্যাটাকের ৩০ মিনিট পর অ্যাম্বুলেন্স এসেছে বলেও অভিযোগ করেন মরলা। লুক সেদিনই আবেগময় একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন, ম্যারাডনা শুধু তার রোগী নয়, বন্ধুও। তার চিকিৎসায় নিজের সর্বোচ্চ চেষ্টাই করেছেন বলে জানিয়েছেন । অ্যাম্বুলেন্স ৩০ মিনিট নয়, ১২ মিনিট পরে এসেছিল বলেই জানিয়েছেন লুক। বলেছেন, ম্যারাডোনার চিকিৎসা করা খুবই কঠিন। অনেক সময়ই তিনি চিকিৎসকের কথা শুনতে চাইতেন না। বেশ কয়েকবার লুককে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলেও দাবি করেছেন।
তবে স্থানীয় আদালতের নির্দেশে এবার তদন্ত শুরু হয়েছে লুকের বিরুদ্ধে।কীসের ভিত্তিতে বা কার অভিযোগে এই তদন্ত সেটি এখনো স্পষ্ট করে জানানো হয়নি।