• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    নাইজেরিয়ার কোচ হলেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী গুরুসিনহা

    নাইজেরিয়ার কোচ হলেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী গুরুসিনহা    

    নাইজেরিয়ার জাতীয় ক্রিকেট দলের হেড কোচ ও হাই-পারফরম্যান্স ডিরেক্টর হয়েছেন সাবেক শ্রীলঙ্কা ব্যাটসম্যান আসাঙ্কা গুরুসিনহা। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন গুরুসিনহা। সম্প্রতি শ্রীলঙ্কা জাতীয় দলের নির্বাচক ও ক্রিকেট অস্ট্রেলিয়ার উপদেষ্টা ছিলেন তিনি। 

    ১৯৮৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত শ্রীলঙ্কা জাতীয় দলে খেলেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান গুরুসিনহা। ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালে ফিফটিসহ টুর্নামেন্টে ৫১.১৬ গড়ে করেছিলেন ৩০৭ রান। ক্যারিয়ারে ৪১টি টেস্টের সঙ্গে ১৪৭টি ওয়ানডে খেলেছিলেন তিনি। 

    জাতীয় দলের কোচিংয়ের সঙ্গে নাইজেরিয়ার স্থানীয় কোচদেরও প্রশিক্ষণ দেবেন গুরুসিনহা। সে দেশের ক্রিকেট সম্প্রসারণে তার নিয়োগ একটা মাইলফলক, এক বিবৃতিতে বলেছে নাইজেরিয়ার ক্রিকেট ফেডারেশন। 
     


    সম্প্রতি ক্রিকেটে নাইজেরিয়ার পথচলাও বেশ উল্লেখযোগ্য। শেষ অ-১৯ বিশ্বকাপে খেলেছে তারা, ২০১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সংগে মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছে তারা গত বছর। 

    “বড় মঞ্চে নাইজেরিয়া শুধু বিশ্ব ক্রিকেটে আরেকটা অবহেলার নাম হতে পারে না, সব পর্যায়েই আমাদের প্রতিদ্বন্দ্বীতা করার সামর্থ্য থাকতে হবে। আসাঙ্কার নিয়োগ আমাদের প্রশাসনিক লক্ষ্যের ক্ষেত্রে আরেকটা মাইলফলক হয়ে থাকবে। এটি আমাদের কাঠামোগত উন্নয়নের অংশ, আমরা সম্প্রসারণের নতুন প্রোগ্রাম শুরু করতে চাই”, এক বিবৃতিতে বলেছেন নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশনের প্রেসিডেন্ট অ্যাডাম উকেনয়া। 

    সম্প্রতি আইসিসির সহযোগি দেশগুলির ক্ষেত্রে নাইজেরিয়া হচ্ছে দ্বিতীয় দেশ, যারা ‘প্রতিষ্ঠিত নাম’কে কোচ হিসেবে নিয়োগ দিল। এর আগে সুইডেনের জাতীয় কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার জন্টি রোডসকে, গত সেপ্টেম্বরে।