• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতে কারা উঠল?

    চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতে কারা উঠল?    

    চূড়ান্ত হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল। আগামী সোমবার ড্রতে চূড়ান্ত হবে কে কার প্রতিপক্ষ। ফেবারিটদের বেশির ভাগই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠেছে পরের পর্বে। তার বাইরে রানার আপ হিসেবে পরের পর্বে উঠেছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো। পরের রাউন্ডে এই দুই দলের সঙ্গে দেখা হয়ে যেতে পারে তাই গ্রুপ এ এর যে কারও।

    এবারও শেষ ষোলয় ইউরোপের শীর্ষ পাঁচ লিগের জয়জয়কার। ম্যান ইউনাইটেড ছাড়া ইংলিশ লিগের বাকি সবাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠেছে পরের পর্বে। স্পেনের ও জার্মানির চারটি ক্লাবই উঠেছে পরের পর্বে। িতালি থেকে উঠেছে তিনটি ক্লাব, ফ্রান্সের একমাত্র প্রতিনিধি পিএসজি। আর শীর্ষ পাঁচের বাইরে একমাত্র পোর্তোই উঠেছে পরের পর্বে।

    গ্রুপ চ্যাম্পিয়ন:  রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যান সিটি, চেলসি, লিভারপুল, ডর্টমুন্ড, জুভেন্টাস, পিএসজি 

    গ্রুপ রানার আপ: বার্সেলোনা, অ্যাটলেটিকো, সেভিয়া, লাইপজিগ, মনশেনগ্লাডবাখ, লাৎসিও, আটালান্টা, পোর্তো।