• বাংলাদেশের শ্রীলঙ্কা সফর ২০২১
  • " />

     

    শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে শুভাগতর সঙ্গে শহিদুল, শরিফুল, মুকিদুল

    শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে শুভাগতর সঙ্গে শহিদুল, শরিফুল, মুকিদুল    

    শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন প্রায় ৫ বছর আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা শুভাগত হোম, সঙ্গে তরুণ তিন পেসার- শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসানের বদলি হিসেবে খেলা সৌম্য সরকারের জায়গা হয়নি এ স্কোয়াডে। শ্রীলঙ্কায় দুই দিনের আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচের পর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আপাতত স্কোয়াডে থাকা ২১ জনের সবাই যাবেন সেখানে।

    ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন শুভাগত। সম্প্রতি জাতীয় লিগে ঢাকা বিভাগের হয়ে একই ম্যাচে সেঞ্চুরি ও ছয় উইকেট নিয়েছেন তিনি। তাকে দলে নেওয়ার ব্যাপারে নান্নু বলেছেন, “শুভাগত বেশ কিছুদিন পর ফিরছে, তবে প্রথম শ্রেণিতে ধারাবাহিক পারফরমার সে। আমরা তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছি, সঙ্গে তার অফস্পিনও কার্যকর যেটি স্পিন বিভাগে আমাদের একটা অপশন যোগ করবে।” 

    জাতীয় লিগে দারুণ পারফরম্যান্স করেছেন মকিদুলও, খুলনার বিপক্ষে ম্যাচে নিয়েছেন ১২ উইকেট, বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণিতে যা কোনো পেসারের তৃতীয় সেরা ফিগার। অ-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শরিফুলের অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতেই আন্তর্জাতিক অভিষেক হয়ে গেছে। আর ঢাকা মেট্রোর শহিদুল জাতীয় লিগে করেছেন সেঞ্চুরিও। 
     


    শহিদুল-মুগ্ধকে টেস্টের ভবিষ্যত বলছেন প্রধান নির্বাচক, “তারা (শরিফুল, মুকিদুল, শহিদুল) সবাই আমাদের এইচপি সেট-আপে আছে, এবং যে ফরম্যাটেই খেলুক না কেন আমাদের মুগ্ধ করেছে। বিশেষ করে মুকিদুল ও শহিদুল, ঘরোয়া প্রথম শ্রেণিতে নজর কেড়েছে এবং ভবিষ্যতে টেস্টের জন্য সম্ভাবনাময়। এদের সবারই বয়স আছে এবং তারা মেধাবি।” 

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটির টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াডের সঙ্গে পার্থক্য এই চারজনের অন্তর্ভুক্তিই। সে সিরিজের প্রাথমিক স্কোয়াডে থাকা সাকিব আইপিএলে খেলার কারণে ছুটিতে আছেন, এ সফরে বিবেচনা করা হবে না বলে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকেও। আর হাসান মাহমুদ নিউজিল্যান্ড সফরের মাঝপথেই ফিরে এসেছিলেন চোটের কারণে। সৌম্য প্রাথমিক স্কোয়াডে ছিলেন না, তবে প্রথম টেস্টে সাকিবের চোটের পর দলে নেওয়া হয়েছিল তাকে।

    প্রস্তুতিতে সুবিধা হবে বলে প্রাথমিক স্কোয়াড নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন নান্নু, “প্রস্তুতিতে সহায়তা হবে, সঙ্গে দীর্ঘ সংস্করণে আমাদের ভাবনায় থাকা কিছু ক্রিকেটারকে মেলে ধরার সুযোগ দিতে চাই।”

    আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে এ সিরিজ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। তিনদিনের রুম কোয়ারেন্টিনের পর দুইদিন কোয়ারেন্টিন অনুশীলন করবে তারা। আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচটি হবে ১৭-১৮ এপ্রিল, কতুনায়াকেতে। ২১-২৫ এপ্রিল এবং ২৯ এপ্রিল-৩ মে পাল্লেকেলেতে হবে দুটি টেস্ট।