অশ্বিন, টাইয়ের পর আইপিএল ছাড়লেন জাম্পা, রিচার্ডসন
আইপিএল ছাড়ার হিড়িক পড়েছে ক্রিকেটারদের। কাল রবিচন্দ্রন অশ্বিন সামজিক যোগাযোগমাধ্যমে আইপিএল থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছেন। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জানিয়েছে, তাদের দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা নিজেদের দেশে ফিরে যাচ্ছেন। এর মধ্যে অশ্বিন সরাসরি কোভিডের কথা বললেও বাকি দুজনের অফিসিয়াল কারণ বলা হয়েছে 'ব্যক্তিগত'।
আইপিএল ছাড়ার প্রথম ঘোষণা এসেছিল গত সপ্তাহে। রাজস্থান রয়্যালসের ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন বলেছিলেন, বায়ো বাবলের 'ক্লান্তি' থেকে মুক্তির জন্য এবারের আইপিএল ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন। কালই রাজস্থানেরই অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই বলেছেন, তাকে এই আসরে আর দেখা যাবে না। টাই পরে অস্ট্রেলিয়ার এক রেডিওকে বলেছেন, ভারতে করোনা সংক্রান্ত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। ভারতে করোনা পরিস্থিতির অবনতির কারণে অস্ট্রেলিয়ায় ভারত থেকে আসা কাউকে ঢোকার নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে, সেজন্য টাই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। টাইয়ের পর আজ একই পথে হেঁটেছেন দুই স্বদেশী রিচার্ডসন ও জাম্পা। তাদের ক্ষেত্রে আনুষ্ঠানিক কিছু জানা না গেলেও ্টাইয়ের মতো একই কারণ বলে ধারণা করা হচ্ছে। ওদিকে কাল রাতে অশ্বিন বলেছেন, কোভিডাক্রান্ত পরিবারকে সময় দেওয়ার জন্য এবারের আসরে আর খেলবেন না। চেন্নাই লেগ শেষে মুম্বাইয়ে গিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের এই বোলার। তবে এখন দল যাবে আহমেদাবাদে, কিন্তু অশ্বিন পরিবারের পাশে থাকার জন্য উড়ে যাচ্ছেন চেন্নাই।
আইপিএলে অন্য অস্ট্রেলিয়ানরা অবশ্য এখনো সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেননি। তবে কেকেআরের সহকারী কোচ ডেভিড হাসি বলেছেন, আইপিএলে সব ক্রিকেটার কঠোর বায়ো বাবলের মধ্যে থাকলেও অন্য অস্ট্রেলিয়ানদের মনেও শংকা রয়েছে।
ভারতে গত কয়েক দিন ধরে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। প্রতিদিনই রেকর্ড সংখ্যক লোক সংক্রমিত হচ্ছে, চিকিৎসা না পেয়ে রোগীদের রাস্তাতেই মরে যাওয়ার ভিডিও দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। এই পরিস্থিতিতে আইপিএল চলা উচিত কি না, এমন প্রশ্ন তুলেছেন অ্যাডাম গিলক্রিস্ট বা শোয়েব আখতারের মতো কেউ। তবে আইপিএল কর্তৃপক্ষ এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছু বলেনি।