• শ্রীলঙ্কার বাংলাদেশ সফর ২০২১
  • " />

     

    নিশ্চিত শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি

    নিশ্চিত শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি    

    ২৩-২৮ মে-র মাঝে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা, বুধবার সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ। সবকটি ম্যাচই দিবা-রাত্রির, হবে মিরপুরে। 

    ১৬ মে বাংলাদেশ আসবে শ্রীলঙ্কা, এরপর তিনদিনের কোয়ারেন্টিন করবে তারা। ২১ মে বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা তাদের। 

    ২৩ মে হবে প্রথম ওয়ানডে, ২৫ ও ২৮ মে এরপরের দুটি। আইসিসির বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত এ তিনটি ম্যাচ। 

    এরই মাঝে এ সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানও। আইপিএলের কারণে এ দুজন আছেন ভারতে, সেটি স্থগিত হয়ে যাওয়ার পর বিশেষ ব্যবস্থায় দেশে ফিরতে পারেন তারা। 

    সম্প্রতি শ্রীলঙ্কা থেকে ২ টেস্টের সিরিজ খেলে ফিরেছে বাংলাদেশ, যেখানে তারা হেরেছে ১-০ ব্যবধানে। দেশে ফিরে টেস্ট স্কোয়াডের সদস্যরা আছেন হোম কোয়ারেন্টিনে। এছাড়া প্রাথমিক স্কোয়াডের বাকিরা মিরপুরে করছেন অনুশীলন। ঈদের আগে ৯ মে পর্যন্ত অনুশীলন করার কথা আছে তাদের।

    এর আগে ২০১৯ সালে শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল দুই দল, শ্রীলঙ্কা সফরে গিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট-ওয়াশড হয়েছিল বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে বাংলাদেশকে সেবার নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল, এ সিরিজের আগে ওয়ানডেতে পূর্ণমেয়াদেই দায়িত্ব দেওয়া হয়েছে যাকে। 

    কোভিড-১৯ মহামারির বিরতির পর দেশের মাটিতে দ্বিতীয় আন্তর্জাতিক সিরিজ হবে এটি বাংলাদেশের, এর আগে ওয়ানডে ও টেস্ট খেলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সে সিরিজের মতো এটিও হওয়ার কথা বায়ো-সিকিউর বলয়ে।  

    শ্রীলঙ্কার বাংলাদেশ সফর ২০২১ 

    ১ম ওয়ানডে, ২৩ মে, মিরপুর (দিবা-রাত্রি)
    ২য় ওয়ানডে, ২৫ মে, মিরপুর (দিবা-রাত্রি) 
    ৩য় ওয়ানডে, ২৮ মে, মিরপুর (দিবা-রাত্রি)